সুনীত হালদার, হাওড়া: ট্রেন লাইনে 'সেলফি' (Selfie Death) তুলতে গিয়ে প্রাণ হারাল এক কিশোর। মৃতের নাম শায়ের শেখ বলে জানিয়েছে পুলিশ। বয়স ১৭ বছর। তার বাড়ি উলুবেরিয়ার (Uluberia) রাজাপুর থানার বানিবনে।  


কী জানা গেল? 
রবিবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার কুলগাছিয়া ও বাগনান স্টেশনের মাঝে দামোদর নদীর উপর সংযোগকারী মহিষরেখা রেল ব্রিজের উপর মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বানিবনের তিন কিশোর একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। রেলব্রিজের মাঝে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ডাউন লাইনের ট্রেন ধাক্কা মারে শায়েরকে। বাকি দুই বন্ধু কোনও ভাবে বেঁচে গেলেও মর্মান্তিক পরিণতি এড়াতে পারেনি শায়ের। তার দেহ ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর লাইন থেকে ঝুলতে থাকে। পরে ঘটনাস্থল থেকে রেল পুলিশ কিশোরের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া জি আর পি থানা।


ভিলেন 'সেলফি'....
'সেলফি'-এর যে প্রাণঘাতী হতে পারে, সে কথা বার বার উঠে এসেছে নানা ঘটনায়। গত নভেম্বরে এই সেলফি তুলতে গিয়েই ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। সে বার মর্মান্তিক ঘটনাটি কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা লেগেছিল ওই ২ জনের। নিহতদের একজন ছিল সপ্তম শ্রেণির ছাত্র, অন্য জন মাধ্যমিক উত্তীর্ণ। আপ পাঁশকুড়া লোকালের ধাক্কায় ২ কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়। তার আগে, ২০২১ সালের অক্টোবর মাসে বারুইপুরে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এক তরুণ। ওই ঘটনায় ৩ বন্ধু মিলে ঝিল পাড়ে সেলফি তুলছিল। হঠাৎ করেই জলে পড়ে যায় তিলজলার এক তরুণ। এলাকার লোকজন জাল ফেলে মৃত ওই তরুণকে উদ্ধার করে। তালিকাটি এখানেই শেষ নয়। ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় উত্তরবঙ্গে মৃত্যু হয়েছিল এক কলেজছাত্রীর। গুরুতর জখম হন আরও এক ছাত্রী। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়ির ঘিস নদীর সেতুতে ওই দুর্ঘটনা ঘটেছিল। ময়নাগুড়ি থেকে ১১০ জনের একটি দল পিকনিক করতে ওদলাবাড়িতে ঘিস নদীর পারে এসেছিল। পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন দুই কলেজ পড়ুয়া রমা রায় ও জয়শ্রী রায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিকনিক চলাকালীন ঘিস নদীর ওপর সেতুতে উঠে সেলফি তুলছিলেন দুই বান্ধবী।তখনই ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় রমা রায়ের। গুরুতর জখম অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয় আরেক কলেজ পড়ুয়াকে। সব মিলিয়ে বার বার 'সেলফি'-এর সর্বনেশা নেশার কথা স্পষ্ট হয়ে উঠেছে। প্রচারও চলে এই নিয়ে বার বার। কিন্তু তাতে সতর্কতা বাড়ে কি? প্রশ্ন থেকেই যায়।


আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?