কলকাতা: আবাস যোজনার (Awas Yojana) পর এবার স্কুলশিক্ষা, মিড মে মিল (Mid Day Meal) পর্যালোচনায় আসছে এবার কেন্দ্রীয় দল (Central Team)। সূত্রের খবর, জানুয়ারিতেই রাজ্যের সঙ্গে বৈঠক রয়েছে। জানা গিয়েছে, কীভাবে কাজ করছে মিড মে মিল প্রকল্প? সেই বিষয়টি পর্যালোচনা করতেই আসছেন কেন্দ্রের আধিকারিকরা। পুষ্টি বিশারদ, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে বলে খবর। সরেজমিনে পরিদর্শন করবেন প্রতিনিধি দল। এমনটাই রাজ্যকে জানিয়ে দিল কেন্দ্র, খবর সূত্রের।                                                                     


এদিকে, রাজ্যে মিড ডে মিল পর্যালোচনা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। 'কেন্দ্রীয় প্রকল্পকে রাজনৈতিক প্রচারের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার। এবার পুরো বিষয়টি প্রকাশ্যে আনার সময় হয়েছে', এদিন এমনই ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তোপ দেগেছেন দিলীপও। 'গরিব মানুষের টাকা এরা লুঠ করেছে। সমস্ত কেন্দ্রের টাকা। তাই কেন্দ্রের উচিত পাই-পয়সার হিসেব নেওয়া। এদের জেলে ঢোকানো উচিত'। মিড ডে মিল নিয়ে কেন্দ্রীয় দল পাঠানো প্রসঙ্গে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।                                                                          


আরও পড়ুন, মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে সপাটে চড়, দিদির দূত কর্মসূচিতে ধুন্ধুমার


যদিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি বলেন, এতদিন কেন্দ্রীয় সরকারের হুঁশ ছিল না। এখন মানুষ জেগেছে। রাস্তা-ঘাটে প্রতিবাদ হচ্ছে। তাই টিম পাঠানো হচ্ছে। তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


কিছুদিন আগেই মিড ডে মিল- এর খাবারে পাওয়া গিয়েছিল সাপ, টিকটিকি, মরা ইঁদুর। কদিন আগেই, রাজ্য় সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলের মেনুতে এবার থেকে থাকবে মুরগির মাংস। এই পরিস্থিতিতে, পূর্ব মেদিনীপুরে অভিযোগ উঠল, বাড়িতে আনা মিড ডে মিলের খিচুড়িতে, টিকটিকি পাওয়া গেছে! এদিকে, ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পাওয়ার ঘটনায়, স্কুলে যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা।