সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগণা : সাংসদ, মন্ত্রী থেকে বিধায়ক। জেলায় জেলায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে দিদির দূতেদের। প্রশ্ন উঠছে, তাহলে কি আসন্ন পঞ্চায়েত ভোটে এর কোনও প্রভাব পড়তে পারে? এরই মধ্যে দিদির দূত কর্মসূচিতে আক্রান্ত অভিযোগকারী।


সপাটে চড়


এদিন দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাউবনা এলাকায় দিদির দূত কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই অভিযোগকারীকে সপাটে চড় কষান এক তৃণমূল কর্মী। খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এলে মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় মারেন এক তৃণমূল কর্মী। পরে আক্রান্তের পিঠ চাপড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন মন্ত্রী। ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের। 


আরও পড়ুন : 


মকর সংক্রান্তিতে এক ধাক্কায় ২০ র কাছাকাছি তাপমাত্রা, শীতের সকালেই গুমোট ভাব

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় গ্রামবাসীদের ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের দিদির দূতরা ! দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। ধনঞ্জয়পুরে কুণাল ঘোষ পৌঁছলে কাঁচা রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। পরদিনও ঘটে এমনটাই। আবার শুক্রবার বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরভূমে শতাব্দী রায় সাধারণের ক্ষোভের মুখে পড়েন। শনিবারও মন্ত্রী রথীন ঘোষের সামনে এক যুবক খারাপ রাস্তা নিয়ে অভিযোগ জানাতে এলে তাকে সপাটে চড় খেতে হয় দলকর্মীর কাছ থেকে। 


দলীয় কর্মীর এমন আচরণে দৃশ্যতই অস্বস্তিতে পড়লেন মন্ত্রী! আক্রান্তের পিঠ চাপড়ে সামাল দেওয়ার চেষ্টা করলেন পরিস্থিতি! ব্যক্তিগত সমস্যার জেরে এই ঘটনা বলে সাফাই রথীন ঘোষের। অপর দিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের মতে, বড় বড় ক্রমসূচিতে এমন ছোটখোটো সমস্যা হয়। 


শতাব্দী রায়ের পর এবার অসিত মাল


অন্যদিকে, ফের দিদির দূত কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ। এদিন ময়ূরেশ্বরের ষাটপলসা স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখার সময় বোলপুরের সাংসদের সামনেই স্থানীয় তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলীয় কর্মীরা।


তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় আসেন না বিধায়ক। খোঁজও রাখেন না। উচপুর গ্রামেও একই অভিযোগে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ অসিত মাল। আমাদের ভোটে জিতে দিল্লি গেছেন, অথচ কেউ আমাদের সম্মান দেয় না। সাংসদকে বলেন গ্রামবাসীরা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বোলপুরের তৃণমূল সাংসদ। মানুষ ডাকলেই তিনি যান। অভিযোগ মানতে নারাজ ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়।