ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এবার কলকাতায় (Kolkata) ডেঙ্গির (Dengue) দোসর ম্যালেরিয়া (Malaria)। এবার ম্যালেরিয়া আক্রান্ত ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) বিজয় উপাধ্যায়। যদিও তৃণমূল কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট ঘিরেও বিতর্ক। পুরসভার স্বাস্থ্য বিভাগের পরীক্ষায় ম্যালেরিয়ার রিপোর্ট নেগেটিভ আসলেও বেসরকারি ল্যাবে কাউন্সিলরের ম্যালেরিয়া রিপোর্ট পজিটিভ আসে। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মাড়োয়ারি রিলিফ সোসাইটিতে ভর্তি বিজয় উপাধ্যায়। ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হন তৃণমূল কাউন্সিলর, এমনটাই জানা যায়। বৃহস্পতিবারই জ্বর, শারীরিক অসুস্থতা, কাঁপুনি থাকে।  ১টা নাগাদ ভর্তি হন রবীন্দ্র সরণির মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে। আজও জ্বর, তীব্র মাথাব্যথা।           

  


এদিকে কলকাতা মেডিক্যাল কলেজের মাইক্রো বায়োলজিস্ট সৌগত ঘোষ বলেন, "এই রিপোর্টে ভুল মারাত্মক হতে পারে। যদিও এরকম ঘটনা প্রায়শয়ই ঘটে। প্রথম পরীক্ষাটি হয় পেরিফেরিয়াল ব্লাডস্ফিয়ারে। সেখানে অনেকক্ষেত্রেই ম্যালেরিয়ার জীবাণু খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবার ম্যালেরিয়া পরীক্ষা করাতে বলা হয়। এছাড়াও ম্যালেরিয়া অ্যান্টিজেন পরীক্ষাও রয়েছে। এটা পজিটিভ হয়।                             


আরও পড়ুন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, ক্ষমা চাইতে হবে’, অখিল গিরির বিরুদ্ধে থানায় বিজেপি


অন্যদিকে, হুগলিতে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। মৃত বছর ১৫-র কিশোরী বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্বর থাকায় গতকালই শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই মৃত্যু হয় কিশোরীর। সাফাই ও মশা নিধনে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।                                                  


মৃত কায়ানাত পারভিন (১৫) বৈদ্যবাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই নিয়ে চলতি বছরে হুগলিতে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হল। মৃতের পরিবার সূত্রে খবর, ৫ দিন ধরে জ্বর ছিল নবম শ্রেণির পড়ুয়া কায়ানাতের। অবস্থার অবনতি হলে শুক্রবার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু, চিকিৎসা শুরুর আগেই সব শেষ।