West Bengal News Live Blog: কসবার ল কলেজের পর IIM জোকা, হস্টেলেই মনোবিদকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণাটকের ছাত্র
West Bengal News Live Blog Update: হাসপাতালে শাসানি কাণ্ডে আদালত থেকে জামিন নেওয়ার পরও বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে পুলিশি তলব
ABP Ananda Last Updated: 13 Jul 2025 03:15 PM
প্রেক্ষাপট
কলকাতা: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জলসায় স্থানীয় দুই বাসিন্দার রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা। ঘটনায় হিনদু হত্যার অভিযোগ তুলে সোমবার খেজুরি বনধের ডাক দিয়েছেন শুভেনদু অধিকারী। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের...More
কলকাতা: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জলসায় স্থানীয় দুই বাসিন্দার রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা। ঘটনায় হিনদু হত্যার অভিযোগ তুলে সোমবার খেজুরি বনধের ডাক দিয়েছেন শুভেনদু অধিকারী। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধে ভেদাভেদের রাজনীতির অভিযোগ করেছে তৃণমূল। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি,বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই দুজনের। যদিও খুনের অভিযোগ করছে মৃতদের পরিবার।ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য। অজ্ঞাপরিচয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে নিহত তৃণমূল নেতার পরিবার। এদিকে, হত্য়াকাণ্ড নিয়ে তৃণমূল-ISF-এর মধ্য়ে দায় ঠেলাঠেলির মধ্য়েই, সওকত মোল্লা কার্যত মেনে নিলেন, ভাঙড় এখনও অস্ত্রমুক্ত নয়। হাসপাতালে শাসানি কাণ্ডে আদালত থেকে জামিন নেওয়ার পরও বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে পুলিশি তলব। শনিবার মোহনপুর থানায় হাজিরা দেন কৌস্তভ বাগচী। অন্যদিকে, চিকিৎসককে হুমকিকাণ্ডে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে বিচারের দাবিতে ট্রপিক্যালের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল সার্ভিস ডক্টরস্ ফোরাম। একদিকে ব্য়ারাকপুরে হাসপাতালে 'শাসানি' কাণ্ডে বিজেপি নেতা কৌস্তভ বাগচিকে ৩-৩ বার পুলিশি তলব! অন্য়দিকে, সকুল অফ ট্রপিক্য়াল মেডিসিনের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে, তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্রেফ তদন্ত শুরু করেছে পুলিশ। এখানেই বিজেপি দাবি করছে, এ যেন একই যাত্রায় পৃথক ফল! বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলছেন, 'শাসকদলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনও অবধি FIR তো দূরস্ত, কোনও রকম কোনও পুলিশি পদক্ষেপ বা তলব কিছুই হল না।' অন্যদিকে এই বিষয়ে কুণাল ঘোষ বলছেন, 'কাঞ্চন আর কৌস্তভ দুটো এক ঘটনা নয়। কৌস্তভেরটা সিসিটিভি ফুটেজে পুরো দেখা গিয়েছে। এত ভয়ের কী আছে থানায় ডেকেছে?' ব্যারাকপুরের হাসপাতালে 'শাসানি'কাণ্ডে, শনিবার, উত্তর ২৪ পরগনার মোহনপুর থানায় হাজিরা দিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী।১ জুলাই, রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শাসাতে দেখা যায় বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। এই ঘটনায় গত ৭ জুলাই ব্য়ারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। ১২ জুলাই অর্থাৎ, শনিবার ফের তাঁকে তলবের নোটিস পাঠায় মোহনপুর থানা। এই বিষয়ে কৌস্তভ বাগচী বলেছেন, 'আমি সবটাই বলেছি ওদেরকে, এটাও বলেছি, আইনের বইপত্রগুলো ভাল করে পড়ুন। এগুলো পড়লে, আপনারা এই ৩৫(৩) এর নোটিসটা আমায় আপনারা দিতেন না। এটা তো করতে পারে না ওরা'। অন্যদিকে, স্কুল অফ ট্রপিক্য়াল মেডিসিনের বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে, কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বৌবাজার থানা। যদিও তৃণমূল বিধায়ককে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি। শনিবার ওই ঘটনায় বিচারের দাবি তুলে, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা শুভাশিস কমল গুহর কাছে, ডেপুটেশন জমা দেন সার্ভিস ডক্টরস ফোরামের সদস্যরা। সব মিলিয়ে, দুই যুযুধান শিবিরের নেতার কর্মকাণ্ডে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal Live Blog: খেজুরিতে ২ জনের রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
খেজুরিতে ২ জনের রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
হিন্দু হত্যার অভিযোগ তুলে সরব বিজেপি
সোমবার খেজুরি বনধের ডাক শুভেন্দু অধিকারীর
ভেদাভেদের রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূলের
পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের মৃতদের পরিবারের
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের