কলকাতা: মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশ ঘিরে তোলপাড় রাজ্য (Mamata Banerjee Security)। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। সেই প্রেক্ষাপটে রাতের শহরের (Kolkata News) নিরাপত্তা খতিয়ে দেখলেন খোদ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal। কোথায়, কেমন পরিস্থিতি, খোঁজ-খবর নেন তিনি। রাতের শহরে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন। 


রাতের শহরের নিরাপত্তা খতিয়ে দেখলেন কমিশনার


পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১১টার কিছু ক্ষণ আগে লাউডন স্টরিটের নিজের সরকারি আবাসন থেকে বেরোন কমিশনার গোয়েল। থিয়েটার রোড হয়ে মেয়ো রোডে যান। সেখানে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেন। 


সেখান থেকে সটান মহাকরণ চলে যান কমিশনার গোয়েল। ভিতরে ঢুকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এর পর ধর্মতলায় গিয়ে নাকা চেকিং ও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এ দিন উত্তর কলকাতার শ্যামবাজার, মৌলালি, রাজাবাজারেও যান পুলিশ কমিশনার। 


আরও পড়ুন: Mamata Banerjee Security: 'দিদি নিরাপদ নয়, নিরাপত্তাহীন, আমরা ভয়ে রয়েছি', সেই রাতের কথা ভেবে গলা কাঁপল মুখ্যমন্ত্রীর ভাইয়ের


শনিবার রাতে, মুখ্যমন্ত্রীর দাদার ঘরের পাশ দিয়ে, পাঁচিল ও গার্ডরেল টপকে বাড়ির চত্বরে ঢুকে পড়েছিলেন হাসনাবাদের হাফিজুল মোল্লা। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স রুমের পিছনে লুকিয়ে ছিলেন তিনি।
 নয় নয় করে প্রায় সাড়ে সাত ঘণ্টা বাড়ির ভিতর ঘাপটি মেরে ছিলেন ওই ব্যক্তি। সকালে তাঁর উপর নজর পড়ে নিরাপত্তারক্ষীদের।  জেট প্লাস ক্যাটেগরির নিরাপত্তাপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর বাড়িতে ওই ব্যক্তি সকলের নজর এড়িয়ে ঢুকে গেলেন কী ভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর কাছ থেকে একটি রডও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মমতার বাড়িতে অনুপ্রবেশ নিয়ে তোলপাড় রাজ্য


সন্দেহভাজন হাফিজুল রড নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে কেন ঢুকেছিলেন, তা খতিয়ে দেখতে জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে, ৮ সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে লালবাজার। SIT-এ রয়েছেন ডিসি ডিডি স্পেশাল সূর্যপ্রতাপ যাদব, ডিসি এসটিএফ হরিকৃষ্ণ পাই।