কমলকৃ্ষ্ণ দে, পূর্ব বর্ধমান : নজির সৃষ্টি করে সকলের মন কেড়েছিলেন। যে হাত একদিন বন্দুক ধরেছিল, সেই হাত এবার শুধুই ধরতে চেয়েছিল কলম। আন্দোলনের পথ ছেড়ে তিনি ইতিহাস নিয়ে গবেষণায় মন ডোবাতে চেয়েছিলেন। সাজাপ্রাপ্ত বন্দি মাওবাদী নেতা অর্ণব দাম এই ব্যতিক্রমী কারণে কয়েকদিন ধরেই আলোচনায়। কিন্তু তাঁর ইচ্ছে কি ডানা মেলতে পারবে? 


বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে পিএইচডির অ্যাডমিশন টেস্টে প্রথম হয়েছিলেন অর্ণব।  সংশোধনাগার থেকে  পুলিশি প্রহরায় বিশ্ববিদ্যালয়ে এসে ইন্টারভিউ দিয়েছিলেন তিনি। মেধাতালিকায় তিনিই ছিলেন শীর্ষে। কিন্তু এখন কোনও নির্দিষ্ট কারণ না দেখিয়েই আপাতত ইতিহাসে পিএইচডির ভর্তি পদ্ধতি স্থগিত রাখল বিশ্ববিদ্যালয়। এক  বিবৃতি জারি করে জানানো হল, ৯ জুলাই মেধাতালিকার ভিত্তিতে যে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, তা আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বিজ্ঞপ্তি অবধি অপেক্ষা করতে হবে মেধাতালিকায় নাম থাকা পড়ুয়াদের। 


তবে এই স্থগিতাদেশের সঙ্গে মাওবাদী নেতা অর্ণবের ভর্তির কোনও সম্পর্ক আছে কি না, তা জানানো হয়নি বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে চর্চা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পদ্ধতির সঙ্গে অর্ণবের অ্যাডমিশন নেওয়ার কোনও সংযোগ আছে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে বিজ্ঞপ্তিতে কোনও কারণ দর্শায়নি বিশ্ববিদ্যালয়। 


অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউ মিলিয়ে অর্ণবই পেয়েছিলেন সর্বোচ্চ।৭৬.৮৬৭০। অর্ণবের এই সাফল্য স্বাভাবিকভাবেই চর্চার কারণ হয়ে উঠেছিল ইদানীং। এক মাওবাদী নেতার সমাজের মূল স্রোতে ফিরতে চাওয়ার ইচ্ছেটাকেই কুর্নিশ জানিয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।  


পূর্ব নির্দিষ্ট ঘোষণা অনুযায়ী , মঙ্গলবারই ছিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডি ভর্তি প্রক্রিয়ার দিন। ঠিক তার আগেই নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানিয়ে দেওয়া হয়,  আপাতত ইতিহাস বিভাগের পিএইচডি ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল। পরবর্তীতে আবার ভর্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।যদিও ইতিহাস ছাড়া অন্য সব বিভাগের ভর্তি প্রক্রিয়া অপরিবর্তিতই আছে। 


এখন এই বিষয়ে বিশ্ব বিদ্যালয় কী জানায়,সেটাই এখন দেখার। অর্ণব দামের বন্দুক থেকে কলমে ফেরার স্বপ্ন কি সত্যি হবে ? সেটা সময়ই বলবে। 


আরও পড়ুন :                        


রোদেলা আকাশ হবে ভ্যানিশ, ধেয়ে আসছে কালো মেঘ, শীঘ্রই বর্ষণ শুরু এই জেলাগুলিতে