Weather Update : রোদেলা আকাশ হবে ভ্যানিশ, ধেয়ে আসছে কালো মেঘ, শীঘ্রই বর্ষণ শুরু এই জেলাগুলিতে
রথযাত্রাও চলে গেল। অথচ বর্ষার দাপট কোথায় গেল ? আষাঢ় মাস শেষ হতে চলল। তবু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির আশায় দিন গুনছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরই মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির খবর দিল আবহাওয়া দফতর। মঙ্গলও শুকনো কাটবে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সপ্তাহান্তে তুমুল বৃষ্টির সঙ্কেত দিল হাওয়া অফিস। কলকাতায় তো বটেই, ভাসতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও। তবে তার জন্য অপেক্ষা এখনও ৩-৪ দিন।
বৃহস্পতিবার থেকেই কলকাতায় বৃষ্টি বাড়তে পারে। শুক্রবারও ভিজবে মহানগর। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলিতেও।
image 7
টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায়।
সপ্তাহশেষে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া , বাঁকুড়াতেও।
পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, বলেছেন আবহবিদরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -