সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। ফ্ল্যাট থেকে টাকা (Money), সোনা (Gold) উদ্ধারের পর, এবার GST নম্বর কারচুপির অভিযোগ উঠল অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে।
কী অভিযোগ?
ইডি সূত্রে খবর, একটি GST নম্বর অর্পিতার নেল আর্ট পার্লারের ব্যবসার। ইডি-র দাবি, আরেকটি GST নম্বরে এখনও পর্যন্ত কোনও ব্যবসার হদিশ মেলেনি। আর এই GST নম্বর নিয়েই সন্দেহ ঘনীভূত হয়েছে। ওই GST নম্বর অর্পিতা কীভাবে পেলেন, তা এখনও স্পষ্ট নয়। রাজস্ব ফাঁকি দিতে GST নম্বর কারচুপি করা হয়েছে কিনা, খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন, "বান্ধবী ছাড়া জীবন মরুভূমি !" অকপট মদন ; কী বললেন পার্থ-প্রসঙ্গে ?
অন্যদিকে, ৫০ কোটির পরে আরও ৮ কোটির হদিশ! এবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮ কোটি টাকা মিলেছে বলে ইডি সূত্রে খবর। এরই মধ্যে আজ টাকা উদ্ধার নিয়ে প্রথমবার মুখ খুলেছেন পার্থ চট্টোপাধ্যায়! তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দাবি, তাঁর কোনও টাকা নেই। কোনওদিন টাকার লেনদেনও করেননি।
পাশাপাশি দুটি রিয়েল এস্টেট সংস্থার পর, অর্পিতার নামে টেক্সটাইল কোম্পানির হদিশ মিলেছে বলে ED সূত্রে খবর। যার, শেয়ার ক্যাপিটাল ২ লক্ষ টাকা। ভুয়ো কোম্পানির মাধ্যমে কত টাকা অন্যত্র সরানো হয়েছে, এখন এটাই খুঁজে বের করার চেষ্টা করেছেন ED’র অফিসাররা। ফ্ল্যাটের পাশাপাশি, ED’র নজরে একাধিক জমিও। এই অবস্থায়, অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা বলে পরিচিত কসবায় ইচ্ছে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ও উঠেছে।
এদিকে, ইডি সূত্রে খবর, রাতভর কান্নাকাটি করেছেন অর্পিতা। এর আগেও জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর গাড়ি থেকে নামার আগে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পার্থ ঘনিষ্ঠকে। হাসপাতালে গাড়ি থেকে নামতেও অস্বীকার করেন তিনি। কোনওরকমে তাঁকে টেনে গাড়ি থেকে নামান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডির অফিসাররা। এরপর কোনওরকমে তাঁকে তোলা হয় হইল চেয়ারে। তখনও অঝোরে কাঁদতে দেখা যায় অর্পিতাকে।