অরিন্দম সেন, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির দাপট। টানা বর্ষণে কার্যত নাজেহাল সাধারণ বাসিন্দারা। প্রবল বৃষ্টিতে ৩১ নং জাতীয় সড়কের চর-তোর্সা নদীর উপর তৈরি যাতায়তের অস্থায়ী ডাইভারশন ভেঙে গিয়েছে। যার ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটার। প্রবল ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। 


বারবার একই সমস্যা:
২০১৭ সালের বন্যাতেও একই পরিস্থিতি হয়েছিল। স্থানীয়রা জানাচ্ছেন, সেবার আলিপুরদুয়ার (Alipurduar) জেলার ফালাকাটা (Falakata) ব্লকের অন্তর্গত ৩১ নং জাতীয় সড়কের উপর এই চর-তোর্সা নদীর স্থায়ী সেতু (Bridge) ভাসিয়ে নিয়ে গিয়েছিল জলের তোড়। তারপর আর স্থায়ী সেতু হয়নি। অস্থায়ীভাবে নদীর উপর তৈরি করা হয়েছিল যাতায়াতের জন্য সেতু। কিন্তু, প্রতি বছর বর্ষায় ধাক্কা লাগে সেখানে। প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় এই অস্থায়ী সেতু। বর্তমানে এই জাতীয় সড়ক ফোর-লেনের (Four Lane) আওতায় এসেছে। কিন্তু অভিযোগ, ফোর লেনের কাজ শ্লথ গতিতে চলছে। সেই কারণে এই নদীর উপর তৈরি অস্থায়ী এই ডাইভারশন এখনও উপেক্ষিত হয়েই রয়ে গিয়েছে। দু-দিনের প্রবল বৃষ্টিতে এখন আর তা যাতায়াতের যোগ্য নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। 


ঘুরপথে যাতায়াত:
ফলে এখন আলিপুরদুয়ার থেকে সরাসরি ফালাকাটায় যোগাযোগ করার উপায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যাতায়াত করতে হচ্ছে ঘুরপথে। কোচবিহার জেলার পুন্ডিবাড়ি হয়ে প্রায় ২০ কিমি বেশি পথ ঘুরে বাসিন্দাদের যেতে হচ্ছে। অপরদিকে ফালাকাটার হাসপাতাল, বাজার বা বিভিন্ন কাজের জন্য নির্ভরশীল কয়েক হাজার মানুষকে পড়তে হয়েছে চরম বিপাকে। এমনকি বহু মানুষ কাজের তাগিদে বিপদের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন হেঁটে। 


এই ব্যাপারে ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে যোগাযোগ করা হয়েছে। জল নেমে গেলে তারা আবার ডাইভারশন মেরামত করে দেবেন বলে জানানো হয়েছে।


আরও পড়ুন: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে চাষের অভিযোগ, প্রতিবাদে পথে দলেরই উপপ্রধান