অরিন্দম সেন, আলিপুরদুয়ার: নজরদারির ফাঁক গলে বিশালাকার কচ্ছপ পাচারের চেষ্টা। কিন্তু বেহাত হয়ে যাওয়ার আগেই সেটিকে উদ্ধার করা গেল। পুলিশের তৎপরতায় বন দফতরের (Forest Department) হাতে নিরাপদে ফেরত গেল কচ্ছপটি (Turtle Smuggling)। তবে অধরা পাচারকারীরা।
পা বাঁধা অবস্থায় উদ্ধার বিশালাকার কচ্ছপ
আলিপুরদুয়ার (Alipurduar News) থানার অন্তর্গত চালনির পাক ধাড়িয়ারহাট এলাকার ঘটনা। চার পা বাঁধা অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় বিশালাকার ওই কচ্ছপটিকে। পুলিশ দেখে রাস্তার ধারেই কচ্ছপটিকে ফেলে রেখে চম্পট দেয় পাচারকারী দল। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বণ্যপ্রাণী (Wild Animals)পাচারের চক্র ভালই সক্রিয়। নজরদারি চালিয়েও তা রোখা সম্ভব হয় না। এ বারও সেখানে একটি পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে গোপন সূত্রে খবর পৌঁছেছিল। সেই মতো কড়া নজরদারি চালানো হচ্ছিল। তাতেই পাচারকারীদের খপ্পর থেকে কচ্ছপটিকে উদ্ধার করা গিয়েছে।
আরও পড়ুন: Maheshtala: মহেশতলার আক্রায় বাড়িতে আগুন, মৃত্যু মা ও দুই ছেলের, আটক স্বামী। Bangla News
পুলিশ জানিয়েছে, বিশালাকার ওই স্ত্রী কচ্ছপটির ওজন প্রায় ৬২ কেজি। দৈর্ঘ্যে প্রায় চার ফুট, প্রস্থে আড়াই ফুট। পাচারের সময় নজরদারি দেখে ভয় পেয়ে যায় পাচারকারী দল। ধরা পড়ার ভয়ে তাই পা বাঁধা অবস্থাতেই রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায়। সেই অবস্থাতেই কচ্ছপটিকে উদ্ধার করা হয়।
বন দফতরের হাতে তুলে দেওয়া হল পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার কচ্ছপ
আলিপুরদুয়ার পুলিশের এসডিপিও দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, কচ্ছপটিকে উদ্ধার করে প্রথমে আলিপুরদুয়ার থানায় নিয়ে আসা হয়। তার পর বক্সা বন দফতরের দমনপুর রেঞ্জের হাতে তুলে দেওয়া হয় সেটিকে।
বক্সা বন দফতরের প্রাণী চিকিৎসক লিটন পাল জানিয়েছেন, রাজাভাতখাওয়া প্রাণী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হবে কচ্ছপটিকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরই বোঝা যাবে কচ্ছপটির শারিরিক অবস্থা কেমন।