অরিন্দম সেন, আলিপুরদুয়ার : শিক্ষাশ্রী প্রকল্পের বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে হাজির ছিলেন না এগারোটি স্কুলের প্রধান শিক্ষক। আর সেই কারণেই তাঁদের শো-কজ করলেন মাদারিহাট (Madarihat) ব্লকের বিডিও। পাশাপাশি শো-কজের চিঠি হোয়াটসঅ্যাপে মিড ডে মিল সংক্রান্ত গ্রুপে দেওয়ায় তৈরি হয়েছে বিতর্কও।


আরও পড়ুন - তৃণমূল পরিচালিত জেলা পরিষদের অডিট রিপোর্টে সাড়ে চার কোটি টাকার দুর্নীতি-বিতর্ক


মাদারিহাট ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে সোমবার ব্লকের উনিশটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈঠকে ডেকেছিলেন ব্লক বিডিও। লিখিতভাবেও সেই বৈঠকের কথা জানানো হয়েছিল শিক্ষকদের। গত ১ অক্টোবর স্কুলের মেলে সেই চিঠি পাঠিয়ে ৪ অক্টোবর দুপুর ১টায় শিক্ষকদের উপস্থিত থাকতে বলা হয় বৈঠকে। কিন্তু বৈঠকের দিন দেখা যায়, মাত্র আটজন শিক্ষক বিডিওর ডাকা বৈঠকে হাজির হয়েছেন। কোনও কারণবশত বৈঠকে হাজির থাকেননি এগারোটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা। আর তাই অনুপস্থিত এগারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের শোকজ করেন বিডিও। তবে অভিযোগ উঠেছে বিডিওর উদ্দেশ্যে।


জানা গিয়েছে,'শিক্ষারত্ন' পুরষ্কার পাওয়া এর প্রধান শিক্ষিকা-সহ বাকি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের শোকজের চিঠিটি বিডিও পোস্ট করে দেন মিড ডে মিল সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পদ্ধতি না মেনে এক্তিয়ার বহির্ভূত বিডিও-র সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ভাষায় তাঁকে নিন্দা করা হয়েছে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, শো কজের চিঠি ব্যক্তিগতভাবে এগারোটি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের হাতে সরাসরি না দিয়ে তা দেওয়া হয়েছে মিড ডে মিল সংক্রান্ত এসএসকে, এমএসকে, প্রাথমিক এবং দুনিয়র হাইস্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শাসক বিরোধী শিক্ষক সংগঠন। 


আরও পড়ুন - Alipurduar: বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন, ঘোরানো হচ্ছে রাজধানী-সহ ২০টি ট্রেনের যাত্রাপথ


মাদারিহাট ব্লকের বিডিওর বিরুদ্ধে আরও অভিযোগ জানিয়ে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের প্রায় সতেরোটি প্রকল্পের সঙ্গে সরাসরি সহযোগিতাকারী এই শিক্ষকদের বিরুদ্ধে বিডিও যে পদক্ষেপ নিয়েছেন, তা একেবারেই নিন্দনীয় এবং অপমানজনক। তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয় নিয়ে দ্বারস্থ হয়ে চলেছেন বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মাদারিহাট ব্লকের বিডিও শ্যারোন তামাঙকে ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন যে, শিক্ষাশ্রী সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষকদের শোকজ করা হয়েছে। আর তাছাড়া, এটি একেবারেই আমাদের আভ্যন্তরীন বিষয়। তাই এখনই কিছু বলা যাবে না।