অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হরিণের চামড়া এবং প্যাঙ্গোলিনের খোলস-সহ ৩ দুষ্কৃতিকে গ্রেফতার করল জলদাপাড়া জাতীয় উদ্যানের বিশেষ দল((Forest Department)। অভিযুক্তদের  আগামীকাল আলিপুরদুয়ার আদালতে হাজির করা হবে। 


জানা গিয়েছে,  গোপন সূত্রের খবরে জলদাপাড়া বন দফতরের বিশেষ দল এই অভিযান চালায়। জানা গিয়েছে, সাদা রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকেই গ্রেফতার করা হয় অসমের ধুবড়ি জেলার বিলাসিপাড়ার বাসিন্দা দুইজন ও গোয়ালপাড়ার বাসিন্দা এক অভিযুক্তদের। সেই গাড়ি তল্লাশিতেই উদ্ধার হয় একটি হগ প্রজাতির হরিণের চামড়া ও একটি প্যাঙ্গোলিনের খোলস। যদিও এই দেহাংশ কোনও জঙ্গলের প্রাণীর বা কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ব্যাপারেও এখনও কিছু জানায়নি বন দফতর।


বন্য প্রাণীর দেহাংশ পাচারের অভিযোগে নির্দিষ্ট ধারায় আগামীকাল ধৃতদের আদালতে পেশ করা হবে বলে জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাসওয়ান।  তবে সূত্রের খবর, এই চক্রের হদিশ পেতে ধৃতদের আগামীকাল আদালতে হাজির করার পর হেফাজতের আবেদন করতে পারে জলদাপাড়া বন দফতর।


বাইশের শুরুতে বড়সড় সাফল্য পেয়েছিল বন দফতর । উদ্ধার করা হয়েছিল সেবার চিতা বাঘের চামড়া (Cheetah skin)। গ্রেফতারও করা হয়েছিল দুই অভিযুক্তকে। পাচার করার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়াগুলি। কিন্তু বনকর্মীদের তৎপরতায় পাচার হওয়ার আগেই উদ্ধার করা হয় সেসব। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছিল দুই অভিযুক্তকে। সূত্র মারফত জানা যায়, ধৃতদের নাম পাসাং লামা ও সিরিং তামাং। তারা দু'জনেই দার্জিলিংয়ের বাসিন্দা। 


আরও পড়ুন, উৎসবে লং ড্রাইভে বেরোনোর প্ল্যান ? আজ পেট্রোল ভরাতে খরচ কত ?


গোপন সূত্রে খবর মিলেছিল আগেই। তাতেই তৎপর হয় বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নামেন তাঁরা। শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তার জলপাইমোড়ের কাছে একটি চার চাকার যাত্রীবাহী ছোটো গাড়ি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়ির মধ্যে থেকে একটি সুটকেস পাওয়া যায়। সেখান থেকেই উদ্ধার হয় চিতা বাঘের চামড়া। বন দফতর সূত্রে আরও খবর, উদ্ধার হওয়া চিতা বাঘের চামড়াটি এক পূর্ণ বয়স্ক চিতা বাঘের। বনকর্মীদের অনুমান চিতা বাঘটি শিকার করে চামড়াটি নেপালে পাচারের উদ্দেশ্য ছিল পাচারকারীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।