অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বহু প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষকই (Principal) নেই। গত দশ বছরে নিয়োগই হয়নি প্রধান শিক্ষক। এমনই অভিযোগ জানিয়ে স্কুল পরিদর্শকের অফিসে ডেপুটেশন জমা দিয়েছেন খোদ শাসক দলের শিক্ষক সংগঠনের সদস্যরা। তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। প্রধান শিক্ষক নিয়োগের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ।


কেন্দ্রের রিপোর্টে প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়েছে নতুন পালক। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক শিক্ষায় দেশে শীর্ষস্থানে বাংলা। এই স্বীকৃতির মধ্যেই অন্য রকম ছবি উঠে এল উত্তরবঙ্গের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার থেকে। ফালাকাটার বহু প্রাথমিক স্কুলে এক দশকের বেশি সময় ধরে প্রধান শিক্ষকই নেই। এই অভিযোগ তুলে বিদ্যালয় পরিদর্শকের অফিসে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার ফালাটাকা অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরে ডেপুটেশন জমা দেন ওই সার্কেলের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, আলিপুরদুয়ারে ১২টি সার্কেলে মোট ৮৪১টি প্রাথমিক স্কুল রয়েছে। তার মধ্যে ফালাকাটা সার্কেলে রয়েছে ৮০টি প্রাথমিক স্কুল। অভিযোগ, ফালাকাটা সার্কেলের ৮০ শতাংশ প্রাথমিক স্কুলেই নেই প্রধান শিক্ষক নেই। গত ১০ বছরে প্রধান শিক্ষক পদে কোনও নিয়োগও হয়নি। কোনও পদোন্নতি ছাড়াই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে সহকারী শিক্ষকদের।


ডব্লুবিটিপিটিএ- এর ফালাকাটা সার্কেল সাধারণ সম্পাদক রাজেশ শুক্লা বলেন,“আমাদের যে সমস্ত সার্কলে বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়গুলোতে টিআইসি বসিয়ে কাজ চলছে। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। ২০১১ সাল থেকে প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। এটা সিক্ষক শিক্ষিকাদের সম্মানের বিষয়। আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।  শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই।’’


ফালাকাটা সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক রাজা ভৌমিক বলেন, “প্রধান শিক্ষক নিয়োগ যাতে রেগুলার বেসিসে হয় তার দাবি জানিয়েছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।’’ অভিযোগ সামনে আসতেই প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছেন এলাকার বিধায়ক। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, “হেড মাস্টার না থাকায় শধু শিক্ষকের ক্ষতি নয়, শিক্ষারও ক্ষতি। প্রধান শিক্ষক নিয়ে অবিলম্বে আমরা চাই সার্কুলার জারি করে যোগ্যতার ভিত্তিতে, যোগ্যতা বলতে সিনিয়রটি বেসিসে মান্যতা দিয়ে এগুলো করা হোক।’’


ফালাকাটার প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ।আলিপুরদুয়ার ডিপিএসসি-এর চেয়ারম্যান পরিতোষ বর্মন বলেন, “আইনে বলা আছে দেড়শো জনের বেশি পড়ুয়া থাকলে একজন করে হেড টিচার থাকবে। বলা নেই যে তার চেয়ে কম পড়ুয়া থাকলে হেড টিচার নেওয়া যাবে না। এই ব্যাপারটা নিয়ে ভেবেছি। ডেপুটেশন পেলেই পাঠিয়ে দেব। বলব এরকম অবস্থায় আমাদের পারমিশন দেওয়া হোক।’’