অরিন্দম সেন, আলিপুরদুয়ার :  তার মেজাজখানা ছিল রাজারই মতো। মাদারিহাট সাউথ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ( South Khairbari tiger rescue and rehabilitation centre at Alipurduar's Madarihat ) দিনভর শোনা যেত তার গর্জন। চেহারা থেকে হাবভাব, সবেতেই ছিল তার রাজকীয় ভাব। সেই ছিল ওই পুনর্বাসন কেন্দ্রের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার ( Royal Bengal Tiger) । ভালবেসে নাম রাখা হয়েছিল রাজা (Raja) ! আর শোনা যাবে না রাজার গর্জন। চলে গেল সবার প্রিয় রাজা। 

ওই কেন্দ্রের একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার রাজার বয়স ছিল প্রায় ২৬।   রবিবার গভীর রাতে মৃত্যু হল তার।  জলদাপাড়া ( Jaldapara ) বনদফতর সূত্রে খবর, তার বয়স হয়েছিল ঠিকই, তবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে, দেহের ময়নাতদন্ত হলে।  তাই এই নিয়ে নিশ্চিতভাবে কিচ্ছুটি জানায়নি বনদফতর। 

আরও পড়ুন :


‘খুন হননি আনিস খান’ চার্জসিটে দাবি SIT এর


২০২১ সালের ২৩ অগাস্ট রাজার ২৫ বছরের জন্মদিনও পালন হয়েছিল দারুণভাবে। জানা যায়,  ২০০৮ সালে সুন্দরবনে কুমিরের হামলায় গুরুতর জখম হয়েছিল সে। তখন তার বছর ১২ বয়স।  তখন সেই বাঘকে উদ্ধার করা হয়। তাকে বাঁচিয়ে রাখাটাই সেই সময় কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বনদফরের কাছে।  পায়ে ক্ষতের সৃষ্টি হয়।


প্রথমে আলিপুর চিড়িয়াখানায় চলেছিল তার চিকিত্সা। তারপর ২০০৮ সালে সেখান থেকে নিয়ে আসা হয় জলদাপাড়া জাতীয় উদ্যানের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে। কিন্তু কলকাতা থেকে এতটা পথ আসা তো আর মুখের কথা নয়। ফলে জখম পুরোপুরি সারার আগে আবারও অসুস্থ হয়ে পড়ে সে।


উত্তরবঙ্গের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হচ্ছিল রাজার।  কিন্তু তাকে সুস্থ করে তোলার ক্ষেত্রে এতটুকুও হাল ছাড়তে রাজি ছিলেন না প্রাণী চিকিত্সক থেকে শুরু করে বনকর্মীরা। শেষপর্যন্ত সুস্থ হয়ে ওঠে রাজা।


অকেজো একটি পা নিয়েই বেঁচে ছিল সে। গত ২৩ অগাস্ট ২৫ তম জন্মদিন ছিল তার। কেক কেটে, এনক্লোজারের সামনে  রাজকীয় ভাবেই রাজার জন্মদিন পালন করেছিলেন বনকর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন,  বাঘের এতদিন বেচে থাকা বিষ্ময়কর। 


সেদিন প্রান ভরে সকলেই রাজার দীর্ঘায়ু কামনা করলেও রবিবার রাজার রাজত্ব শেষ হয়।   রইল রাজার স্মৃতিভরা এনক্লোজার। শোকাহত বনকর্মীরা।