অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। পাশের জেলাতেই একাধিক মানুষ আক্রান্ত হয়েছেন স্ক্রাব টাইফাসে। সেই আতঙ্ক থেকেই জেলা স্বাস্থ্য দফতরকে নিয়ে তড়িঘড়ি বৈঠকে বসল আলিপুরদুয়ার (Alipurduar) জেলা প্রশাসন। তাদের উদ্যোগে প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় আজ বৈঠক হয়। এই বৈঠকে জেলা স্বাস্থ্য দফতর ছাড়াও উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এবং ফালাকাটা পুরসভার চেয়ারম্যানরা। জানা গিয়েছে, প্রায় ২ ঘণ্টা চলে এই বৈঠক।


স্ক্রাব টাইফাস আতঙ্কের জের আলিপুরদুয়ারে-


বৈঠক প্রসঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, 'এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় ডেঙ্গি এবং স্ক্রাব টাইফাসের প্রভাব অন্যান্য জেলার তুলনায় অনেকটাই কম। কিন্তু মাথায় রাখতে হবে কোচবিহার এবং জলপাইগুড়িতে স্ক্রাব টাইফাস এবং ডেঙ্গির প্রভাব বেড়েছে। তাই আমরা কোনওরকম ঝুকি নিতে চাইছি না। সাবধানে কীভাবে থাকা যায়, জেলার মানুষদের কীভাবে নিরাপদে রাখা যায়, তার জন্য়ই এই বৈঠক।' সূত্রের খবর, জেলার বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে এবং দুই পুরসভাকে নিয়ে প্রায় ২ ঘণ্টা এই বৈঠক চলে। জানা গিয়েছে, কোন কোন পদক্ষেপ আরও ভালোভাবে নেওয়া যেতে পারে, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।


আরও পড়ুন - Scrub Typhus: কোচবিহারে ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস, আক্রান্ত প্রায় ৬০।Bangla News


ডেঙ্গি এড়াতে, মশার উপদ্রব কমাতে এলাকায় জল জমতে না দেওয়া, স্ক্রাব টাইফাসের ক্ষেত্রে দ্রুত রোগীকে চিহ্নিতকরণ করা নিয়েই মূলত বৈঠক হয় বলে জানিয়েছেন সুমিত গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে ১৫জন এবং স্ক্রাব টাইফাসে ৯জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে থাকলেও এর প্রভাব যাতে আরও বেশি মানুষের মধ্যে না পড়ে, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাড়তে বাড়িতে গিয়ে প্রচার চালানোর কথাও জানান তিনি। পাশাপাশি জানিয়েছে, পুরসভাকেও এই সমস্ত বিষয়ে সতর্ক করা হয়েছে বলে।