অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শীতের হাত থেকে বাঁচতে গিয়ে আগুনে (Fire) পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা ঘটেছে গতকাল রাতে আলিপুরদুয়ারে (Alipurduar) বক্সা ফিডার রোডে। স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি রেলের ওভার ব্রিজের (Rail Over Bridge) দুই পিলারের মাঝের অংশে একটি ছোট কুঠুরির মতো জায়গায় ঘুমোচ্ছিলেন। সেই সময় পাশেই জড়ো করে রাখা দাহ্য সামগ্রীতে কোনওভাবে আগুন লেগে যায়। পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার হয় ওই ব্যক্তির দগ্ধ মৃতদেহ।


বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার (Alipurduar) শহরের বক্সা-ফিডার রোডের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। আলিপুরদুয়ার দমকল সূত্রে খবর, বক্সা-ফিডার রোডের উপর অবস্থিত রেলের ওভার ব্রিজের নিচে মাটিতে স্তুপ করে রাখা দাহ্য সামগ্রীতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেতেই আলিপুরদুয়ার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণের মাঝেই দেখা যায় ওভার ব্রিজের জয়েন্টের নিচে দুই পিলারের মাঝে একটি অংশে অগ্নিদগ্ধ হয়ে মৃত অবস্থায় রয়েছে এক ব্যাক্তি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলে পুলিশ উদ্ধার করে দগ্ধ মৃতদেহটি। ফায়ার ব্রিগেড সূত্রে খবর, স্তুপ করে রাখা ছিল সোফা জাতীয় আসবাবপত্রের সামগ্রী। মনে করা হচ্ছে তার মধ্যে থাকা ছোবা, রবার, রেক্সিন, স্পঞ্জ জাতীয় পদার্থের কারণেই আগুন ভয়াবহ আকার ধারন করে। যদিও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কী কারণে তিনি ওখানে ছিলেন তা নিয়েও ধোঁয়াশা।


যদিও প্রাথমিকভাবে আলিপুরদুয়ার থানা পুলিশের অনুমান, ভবঘুরে ওই ব্যক্তি সম্ভবত শীতের হাত থেকে নিজেকে রক্ষা করতেই আশ্রয় নিয়েছিলেন সেখানে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। অপরদিকে ওভার ব্রিজের নিচে অবৈধভাবে সামগ্রী স্তুপ করা এবং অবৈধ দোকানদারির বিরুদ্ধে অভিযান করা হবে বলে দাবি করেন, আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক প্রসেনজিত কর।


আরও পড়ুন: South 24 Parganas: কুলতলির পর এবার গোসাবা, বাঘের পায়ের ছাপে আতঙ্ক গ্রামে