অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে (Alipurduar) শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ জেল ফেরত দুষ্কৃতী।  কাঁধে গুলি লাগায় অল্পের জন্য রক্ষা পেল আক্রান্ত। পুলিশ (Police) সূত্রে খবর, মাদক মামলায় দীর্ঘদিন জেলে ছিল আলিপুরদুয়ারের ১৮ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লির বাসিন্দা কাজল দত্ত। সম্প্রতি জেল থেকে ছাড়া পায় এই দুষ্কৃতী। তারপরেই ঘটে যায় মঙ্গলবারের ঘটনা।                            


কী অভিযোগ? 


কাজলের পরিবারের দাবি, এদিন রাত ৯টা নাগাদ তাকে ফোন করে কেউ বা কারা ডাকে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরোয় কাজল। আর তারপরেই তাকে ঘিরে ধরে গুলি চালায় ৩-৪ জন দুষ্কৃতী। গুলি তার ডানদিকের কাঁধে লাগে। বর্তমানে এই দুষ্কৃতীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


কিন্তু কী কারণে এই গুলি চলল? নেপথ্য কি কোনও পুরনো শত্রুতা? আক্রান্তের পরিবারের দাবি, এর আগেও কাজল দত্তকে প্রাণনাশের হুমকি দেয় কুন্তল দাস নামে এলাকারই এক দুষ্কৃতী। হুমকির বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানানোও হয়েছিল। অভিযোগ, এ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 


আরও পড়ুন, মোমো খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু, জনপ্রিয় এই পদটি খাওয়া নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি এইমসের


আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। এদিকে এই ঘটনা সামনে আসার পরই এলাকার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এক বাসিন্দা বলেন, "পুলিশি নিষ্ক্রিয়তা। দুষ্কর্ম চলে। পুলিশের টহলদারি বাড়ানো উচিত। এর আগেও এরকম ঘটনা ঘটেছে।" 


এদিকে আইনশৃঙ্খলা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপিও। পাল্টা উত্তর দিয়েছে শাসকদল। বিজেপির সাধারণ সম্পাদক পরিতোষ দাস বলেন, "তৃণমূল নেতাদের জানিয়েছিল। কিছু করেনি।" অন্যদিকে, আলিপুরদুয়ারের তৃণমূল জেলা মুখপাত্র সৌরভ চক্রবর্তী বলেন, "কাকে জানিয়েছিল, সেটা সেই বলতে পারবে। প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে। আলিপুরদুয়ার শান্ত।" অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।