হাওড়া: চিকিৎসার গাফিলতিতে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ। হাওড়া (Howrah) জেলা হাসপাতালে উত্তেজনা। জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় কিশোরী। সকালে কিশোরীর মৃত্যু হলে গাফিলতির অভিযোগে হাসপাতালে বিক্ষোভ পরিজনদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে। 


কিশোরীর মৃত্যুর অভিযোগ: একের পর এক শিশুর মৃত্যু, হাহাকার, রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে অ্যাডিনো ভাইরাস। আর এই পরিস্থিতিতে কিশোরীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার হাসপাতালে। সূত্রের খবর, গতকালই ভর্তি করা হয় তাকে। জ্বর সহ অন্যান্য উপসর্গ ছিল তার। শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছেন পরিবারের সদস্যরা।                                                 


অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই ফের বি সি রায় হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্য়ু হল। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে বারাসাতের ময়নার বাসিন্দা ১০ মাসের শিশুর। ৯ দিন আগে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল।এদিকে, রবিবার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয় শাসনের বাসিন্দা ১১ মাসের শিশুকে। বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যু হয় তারও। ডেথ সার্টিফিকেটে অ্যাডিনো সংক্রমণের উল্লেখ রয়েছে।                                             

এদিন সন্ধেয় শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি আরও ২ শিশুকে মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে একজন জয়নগরের বাসিন্দা, বয়স ৭ মাস। অন্যজন নারায়ণপুরের বাসিন্দা, বয়স ৩ বছর। এই দুই শিশুর পরিবারের অভিযোগ, দুপুরে মৃত্যুর জানানো হলেও রাত সাড়ে আটটা অবধি দেহ দেওয়া হয়নি। এই নিয়ে বিক্ষোভ দেখান তারা। পুলিশ হস্তক্ষেপে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। অ্যাডিনো ও শ্বাসকষ্টজনিত কারণে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে ৫৬ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে।                                                      


আরও পড়ুন: Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ