সৌভিক মজুমদার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে। কলকাতা হাইকোর্টে এই দাবি করল সিআইডি। ২৪ ঘণ্টার মধ্যে জেলা স্কুল পরিদর্শককে এফআইআর দায়েরের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। এফআইআর দায়ের করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে সিআইডি, নির্দেশ আদালতের (Calcutta High Court)।


 আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে: মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের পর এবার শিরোনামে বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরের ২ স্কুল। গোঠা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও দু'টি বেআইনি নিয়োগের সন্ধান পাওয়া গিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিআইডি। এদিন মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আদালতে সিআইডি-র (CID) আইনজীবী জানান, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের দু'টি স্কুলে একটি করে বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে শুভেন্দু হাটুয়া, পূর্ব মেদিনীপুরের করণচাঁদ হাইস্কুলেএবং জেসমিন খাতুন, বাঁকুড়ার ভাটরা শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে কর্মরত। এনিয়ে বাঁকুড়ার স্কুলে গিয়ে শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা হলেও এবিষয়ে তিনি কিছু বলতে চাননি। জেলার ডিআই বাঁকুড়া  পীযূষকান্তি বেরা জানিয়েছেন, “আমার কাছে ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল, আমি জানিয়েছি। আদালতের কোনও নির্দেশ আমি পাইনি।’’

স্কুলে নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে CBI তদন্তের মধ্যেই চাঞ্চল্য়কর অভিযোগ ওঠে মুর্শিদাবাদের গোঠা হাইস্কুলের নিয়োগ নিয়ে।নিয়োগপত্র ও সুপারিশপত্র জাল করে নিজের স্কুলেই ছেলেকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে ওই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে। ঘটনায় CID-কে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন স্কুলের প্রধান শিক্ষক, তাঁর ছেলে অনিমেষ সহ ৬ জন। সেই মামলার তদন্তে নেমে আরও ২টি বেআইনি নিয়োগের সন্ধান মিলেছে বলে আদালতে দাবি করল সিআইডি। সিআইডি এই তথ্য দেওয়ার পর, ২৪ ঘণ্টার মধ্যে জেলা সকুল পরিদর্শককে FIR দায়ের করার নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ, FIR দায়ের করার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে সিআইডি।    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: South Dinajpur News: রীতি মেনে উৎসবের আয়োজন, বোল্লা রক্ষাকালী পুজোয় ভক্তসমাগম