সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: উত্তর দিনাজপুরের (North Dinajpuir) ইসলামপুরে দিনেদুপুরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ তোলাবাজদের বিরুদ্ধে। বিজেপির দাবি, নিহত অসীম সাহা যুব মোর্চার শহর মণ্ডলের সম্পাদক। খুনের প্রতিবাদে ইসলামপুর শহরে আজ ব্যবসা বন‍্ধের ডাক দিয়েছে বিজেপি (BJP) জেলা নেতৃত্ব। সকাল থেকে দোকানপাট বন্ধ, বাজারও বসেনি।               


যুবককে কুপিয়ে খুনের অভিযোগ: বেতন বাকি রাখার অপবাদ দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের চেষ্টার অভিযোগ। বাধা দেওয়ায় ব্যবসায়ীর ভাগ্নে অসীম ও তাঁর বন্ধুকে এলোপাথাড়ি কোপায় অভিযুক্ত ওই যুবক। গুরুতর জখম ব্যবসায়ীর ভাগ্নের রাতে মৃত্যু হয় শিলিগুড়ির নার্সিংহোমে। বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও একজন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বীজহাট্টি এলাকার ঘটনা। গোটা ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।


ঠিক কী অভিযোগ?


বস্ত্র ব্যবসায়ীর অভিযোগ, তাঁর পুরনো কর্মচারী বকেয়া বেতনের দাবিতে কয়েকদিন ধরেই হুমকি দিচ্ছিলেন। সম্প্রতি তাঁর বন্ধুও বকেয়া আদায়ের নাম করে তোলা চাইতে শুরু করে। আজ সকালে ওই বন্ধু দোকানে চড়াও হয়ে হামলা চালায়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ব্যবসায়ীর ভাগ্নে ও আরও একজন। আহতরা হাসপাতালে ভর্তি। ইসলামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্ত পলাতক।                               


এদিকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর মৃত্যু ঘিরে রহস্যের খাসমহল নেতাজিনগর থানার শ্রী কলোনিতে। সপ্তাহখানেক নিখোঁজ থাকার পর পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকেই পচাগলা দেহ উদ্ধার হল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। পরিবারের দাবি, পড়শিরা ষড়যন্ত্র করে খুন করেছে তাঁকে। ৬৮ বছরের ওই প্রৌঢ়ের নাম বিপ্লব পাল। পরিবারের দাবি, গত ১৪ জুলাই থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত কাল অর্থাৎ শনিবার রাতে পাশের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে প্রৌঢ়ের পচাগলা দেহ উদ্ধার হয়। যেখানে দেহ মেলে, তার চারপাশে প্রায় ৬ ফুট উঁচু পাঁচিল রয়েছে। সেই পাঁচিল টপকে ভিতরে ঢোকা প্রৌঢ়ের পক্ষে অসম্ভব বলেই মনে করছে পরিবার। কী ভাবে মৃত্যু, খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ।                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: North 24 Parganas Weather: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ভোর থেকে দফায় দফায় বৃষ্টি উত্তর ২৪ পরগনায়