সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: পরীক্ষা (exam) নাকি প্রহসন? রায়গঞ্জ (raiganj) সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়াদের (examinees) দেখে বোঝার উপায় রইল না বলে অভিযোগ নানা মহলে। গণটোকাটুকির (mass cheating) অভিযোগ উঠল ওই কলেজের পরীক্ষার্থীদের বিরুদ্ধে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা অবশ্য কোনও অভিযোগ মানতে চাননি। তাঁর দাবি, মহাবিদ্যালয় ক্যাম্পাসে এমন কোনও ঘটনা নজরে পড়েনি। বাইরে কিছু হয়ে থাকলে তাঁর জানা নেই।
কী অভিযোগ?
অফলাইন নয়, পরীক্ষা হোক অনলাইনে। এই দাবিতে রাজ্যের বিভিন্ন কলেজেই আন্দোলন করেছেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি মেনে কলেজে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নেন মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মালদা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। প্রথম বর্ষের দ্বিতীয় সেমেস্টার পরীক্ষা শুরু চলছে সেখানে। তারই বাংলা পরীক্ষার দিন গণ টোকাটুকির অভিযোগ উঠল। অদ্ভুতভাবে অভিযোগ, মহাবিদ্যালয়ের ঠিক বাইরেই দেদার টোকাটুকি করছেন পরীক্ষার্থীরা। কেউ ভ্যান রিকশার বসে, কেউ রাস্তাতেই 'পরীক্ষা' দিচ্ছেন। মোবাইলে একে অন্যকে উত্তরপত্র লিখে দেওয়ার মতো ঘটনা ঘটছে প্রকাশ্যে। এমনকী সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেও কোনও ভ্রূক্ষেপ নেই পরীক্ষার্থীদের। নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা বাইরে পরীক্ষা দিয়ে কলেজে এসে উত্তরপত্র জমা দেবেন। সে জন্য একাধিক কাউন্টারও খোলা হয়েছে। কিন্তু এই ভাবে গণটোকাটুকি করে পরীক্ষা হলে মূল্যায়নের অর্থ কী?
কী বলছেন পরীক্ষার্থীরা?
বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে টোকাটুকির কথা স্বীকারও করে নেন পরীক্ষার্থীরা। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষা, নীলিমা মোক্তান এমন কোনও অভিযোগের কথা মানতে চাননি। তাঁর দাবি, কলেজ ক্যাম্পাসে টোকাটুকির কোনও ছবি তিনি দেখতে পাননি। বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের উত্তর দিনাজপুরের জেলা সম্পাদক কুষাণ ভৌমিকের সাফ অভিযোগ, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। সব মিলিয়ে বিতর্কের মেজাজ স্পষ্ট। তবে কলেজ কর্তৃপক্ষ এ নিয়ে এখনও কোনও পদক্ষেপ করেননি।
আরও পড়ুন:গঙ্গার পাড়ে ভাঙনের জের, জিরাটের স্কুল পরিদর্শনে হাইকোর্ট নিযুক্ত অফিসারেরা