West Bengal News Live: গবেষকের সঙ্গে আফতাব আনসারির তুলনা করে জামিনের বিরোধিতা সরকারের
WB News Live: একনজরে দেখুন সমস্ত জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর।
ABP Ananda Last Updated: 15 Aug 2025 11:02 PM
প্রেক্ষাপট
এবার মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ। আরএন টেগোরে মৃত সুবল সোরেন, চাকরি হারিয়ে চাপে ছিলেন, দাবি মৃতের স্ত্রী-র।হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ আনা হল কলকাতা পুলিশ মর্গে। এখানে বিচার পাব...More
এবার মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ। আরএন টেগোরে মৃত সুবল সোরেন, চাকরি হারিয়ে চাপে ছিলেন, দাবি মৃতের স্ত্রী-র।হুগলিতে নার্সের রহস্যমৃত্যু, দেহ আনা হল কলকাতা পুলিশ মর্গে। এখানে বিচার পাব কি? সংশয় পরিবারের। আসতে চাইনি, জোর করে আনা হয়েছে বলে অভিযোগ।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, বাসন্তীতে নার্সকে কোপ! অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। বাধা দিতে গেলে নার্সের ভাইকেও কোপ। হামলার পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তর, ভর্তি হাসপাতালে।নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১। খড়দার নতুন পাড়া এলাকা থেকে ধৃত নীতীশ সিংহ। আগেই গ্রেফতার হন দুই বিজেপি নেতা।রেড রোডের মার্চপাস্টের পর বিপত্তি। গরমে অসুস্থ ৩৯ পড়ুয়া। চিকিৎসা SSKM-এর জরুরি বিভাগে। সবাই ভাল আছে, জানালেন মুখ্যমন্ত্রী। ১ জন বাদে সবাইকে পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে, জানাল পুলিশ। দেশবাসীর জন্য আসছে দীপাবলির উপহার, ঘোষণা প্রধানমন্ত্রীর।অনুপ্রবেশের জন্য জনবিন্যাস পালটে যাচ্ছে সীমান্ত এলাকার। চলে যাচ্ছে যুব সমাজের রুজি রুটি। সঙ্কট দূর করতে নেওয়া হচ্ছে পদক্ষেপ, SIR আবহে ঘোষণা প্রধানমন্ত্রীর।সিন্ধু জলচুক্তি, গরিবি হটাও স্লোগান থেকে জরুরি অবস্থা--জওহরলাল নেহরু. ইন্দিরা গান্ধীর সরকারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর।রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন। পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর। সাহসিকতার জন্য ৪ IPS-কে পুলিশ পদক। বিভিন্ন স্কুলের প্রতিনিধিদের মার্চ পাস্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান।স্বাধীনতা দিবসের সকালে রাজভবনে পতাকা তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শান্তিপূর্ণ নির্বাচন হোক, এটাই আশা। বার্তা রাজ্যপালের।পূর্ব বর্ধমানের ফাগুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত ১১, আহত অন্তত ৩৫। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা বেসরকারি বাসের।কলকাতা মেট্রোর সুড়ঙ্গয় অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে উদ্ধার। কীভাবে দেহ সুড়ঙ্গে? প্রশ্নে মেট্রোর সুরক্ষা।৭৯ তম স্বাধীনতা দিবস পালন কলকাতা হাইকোর্টে। জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ফেয়ারলি প্লেস ও গার্ডেনরিচে উদযাপন পূর্ব ও দক্ষিণপূর্ব রেলের।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News Live: নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও এক
নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১। খড়দার নতুন পাড়া এলাকা থেকে ধৃত নীতীশ সিংহ। আগেই গ্রেফতার দুই বিজেপি নেতা।