কলকাতা: বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি বলে তকমা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে মোদির বঙ্গ সফরের ঠিক আগে পথে নামলেন মমতা-অভিষেক। বৃষ্টি মাথায় নিয়েই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল করেন তাঁরা। আর মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে আক্রমণ করেন সিপিএমকে।
বাঙালিদের নিশানার অভিযোগে রাজপথে মমতা। এদিন ধর্মতলার সভা থেকে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। একই সারিতে এনে আক্রমণ শানান সিপিএমকেও। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আরেকটা হচ্ছে এই সিপিএম দল। লজ্জা নেই। শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে। তাও লজ্জা নেই। রাম-বাম জোট বেঁধেছে। এই সব অত্যাচার করে ভোটার লিস্টে নাম বাদ দিয়ে... স্বপ্ন দেখছে আবার কেশপুর, গড়বেতা, ছোট আঙারিয়ায় হত্যা করবে। আবার কোচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে। আবার কৃষক-শ্রমিকদের হত্যা করবে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে। জগাই-মাধাই-গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন হবে দরকার হলে একদিন অফিস কামাই করবেন। কিন্তু নামটা তুল দেখে আসবেন। আর নাম যেন কাটতে না পারে দেখে আসবেন।''
এদিন তৃণমূলনেত্রী বলেন, "আমি গুজরাতি ভাষায় কথা বলতে পারি। আমি পাঞ্জাবি ভাষা জানি। সবাইকে সম্মান করি। আপনারা কেন আমাদের ওপর অত্যাচার করছেন। কেউ কাজ করলে হঠাৎ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। তাঁর বয়স্ক মাকে, স্ত্রীকে, বাচ্চাগুলোকে। কী অপরাধ করেছে, বাংলায় কথা বলেছে? আমাদের রাজ্যেও দেড় কোটির বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। আমরা কখনও এরকম করি না। ভেবে রাখবেন। আমরা ইজ্জত করি, আপনারা বেইজ্জত করেন। কাল মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে। ভোটের সময় মতুয়াদের বাড়ি যান। আর অন্যসময় অত্যাচার। রাজবংশীদেরও... উদয়ন জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। তাদের জেলে রাখা হয়েছে। কোচবিহারের লোকেরা কী অপরাধ করল। নদিয়ার লোকেদের ছত্তীশগড়ে, দিল্লিতে জলের কানেকশন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে ধর্না করেছেন। ছত্তীশগড়ে মহুয়া গেছেন। বনগাঁ গাইঘাটার মানুষের ওপর পুণেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যাঁরা তাঁদের অসম সরকার নোটিস পাঠিয়েছে। থাকে বাংলায় নোটিস পাঠিয়েছে অসম সরকার। বাংলায় কথা বললে বাংলাদেশি হয়ে গেল? আমার কর্পোরেশনে ৯০ শতাংশ নন বেঙ্গলি কাজ করে। কখনও বলেছি কেন করেন, একজনকেও বের করেছি? আমাদের লোক মুম্বইয়ে সোনার কাজ করেন। কোথায় পাবেন? আমি তো বলি চলে এস। একটা রুটি থাকলে আপনাকে অর্ধেক দেব।''