রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রাথমিক স্কুলের (Primary School) জায়গায় তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস (TMC Party Office)! এমনই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে (Samserganj)। আপত্তি জানিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে চিঠি দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলে পার্টি অফিসের নিন্দায় সরব হয়েছে বিজেপি (BJP)। তদন্তের আশ্বাস দিয়েছেন  জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি।


অন্যের জায়গা জবর দখল করে পার্টি অফিস (Party Office) গজিয়ে ওঠার অভিযোগ এ রাজ্যে ভুরিভুরি। সেই তালিকায় নতুন বিতর্কে নাম উঠল মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের (Samserganj) এই মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়ের। এখানে স্কুলের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ উঠেছে।


ধুলিয়ান সার্কেলের অন্তর্গত সামসেরগঞ্জের মালঞ্চা প্রাথমিক বিদ্যালয়। সেখানে স্কুলবাড়ি লাগোয়া জমিতে ভিত কাটার পর গাঁথনি তোলা হয়েছে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, স্কুলচত্বরের মধ্যেই তৈরি হচ্ছে তৃণমূলের পার্টি অফিস!


স্কুলে তৃণমূল পার্টি অফিস তৈরিতে আপত্তি জানিয়ে গত ১৮ ই নভেম্বর মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষক। 


যদিও এবিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি তিনি। মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতির দায়িত্বে রয়েছেন খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মারজিৎ। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। স্কুলে পার্টি অফিস বিতর্কে অস্বস্তিতে শাসক শিবির। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসীদের আপত্তি ও বিতর্কের জেরে আপাতত বন্ধ রয়েছে নির্মাণকাজ।