করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) মানিকচকে (Manikchak) ত্রাণের ত্রিপল নিয়েও দুর্নীতির অভিযোগ।  ৮০০ টাকা জোড়ায় সরকারি ছাপ মারা ত্রিপল বিক্রির ভিডিও ভাইরাল (Video Viral)।                                                                      


কী অভিযোগ? 


মালদার মানিকচকে খোলা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে বিনামূল্যের সরকারি ত্রাণের ত্রিপল। সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে হইচই। ত্রিপল বিক্রেতা সম্পর্কে তৃণমূল উপপ্রধানের জামাই। বিষয়টি জানেন না বলে দায় এড়িয়েছেন শাসক-নেতা। এই নিয়ে বাগ্ যুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। 


পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখের বিরুদ্ধে অভিযোগ। সরকারি ত্রাণের ত্রিপল কীভাবে খোলা বাজারে বিক্রি? উপপ্রধান ও তাঁর জামাইয়ের প্রতিক্রিয়া মেলেনি গরিবের চাল থেকে ত্রাণের ত্রিপল, সবেতেই চুরি, কটাক্ষ বিজেপির। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল নেতৃত্বের। 


কী রয়েছে ভাইরাল ভিডিওতে? 


ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, ভূতনির হাটে সরকারি ছাপ মারা ত্রিপল ৮০০ টাকা জোড়ায় বিক্রি করছেন  চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ। সরকারি ত্রাণের ত্রিপল কীভাবে খোলা বাজারে বিক্রি হচ্ছে, তার সদুত্তর দিতে পারেননি উপপ্রধানের জামাই। উপপ্রধানের প্রতিক্রিয়া এখনও মেলেনি।      


এদিকে, বিজেপির কটাক্ষ, গরিবের চাল, ত্রাণের ত্রিপল চুরি হচ্ছে। অথচ দুঃস্থ ও ভাঙন-কবলিত এলাকার মানুষ তা পাচ্ছে না, এটাই তৃণমূলের সংস্কৃতি। অস্বস্তি ঢাকতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে  শাসকদল।                                                        


এই তরজায় জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌর মণ্ডল বলেন, 'নিশ্চয়ই তৃণমূলের দায়িত্বে আছে যারা প্রধানরা। ত্রিপল বিক্রি করেছে। কোনও কিছু বাদ রাখেনি সর্বত্রই চুরি।' অন্যদিকে, মালদার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বলেন, 'রিলিফ দেওয়া হয় জেলাশাসকের কাছ থেকে ডিরেক্ট। কতটা সত্যতা আছে জানতে হবে। সত্যি হলে চরম শাস্তি দেওয়া হবে।'