জগদ্দল: অর্জুন সিংহের (Arjun Singh) সাংসদ তহবিলের টাকা পঞ্চায়েতের উন্নয়নের জন্য নেওয়া যাবে না। জগদ্দলের তৃণমূল (TMC) বিধায়ক সোমনাথ শ্যামের ভাইরাল অডিও ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অডিও ক্লিপে বিধায়কের সঙ্গে জগদ্দলের কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অমল মণ্ডলের কথোপকথন রয়েছে বলে দাবি। অডিও ক্লিপে বলতে শোনা যায়, "পঞ্চায়েতের উন্নয়নের জন্য অর্জুন সিংহের সাংসদ তহবিলের টাকা নেওয়া যাবে না।" মনে করিয়ে দেওয়া হয় অর্জুন সিংয়ের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার কথা (North 24 Parganas)।


অর্জুন সিংহের সাংসদ তহবিলের টাকা নিতে আপত্তি


ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে তাতে যে কথোপকথন শোনা গিয়েছে, তা এইরকম—


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): তোমার ওখান থেকে কি এমপি ফান্ডের জন্য অ্যাপ্লিকেশন হয়েছে নাকি?


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত): হ্যাঁ, একটা দিয়েছি।


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): কেন?


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):এমপি ফান্ডে আমাদের টাকা দিচ্ছিল বলে নিয়েছি। কেন দাদা? কী হয়েছে?


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): জগদ্দল বিধানসভা তো কোথাও টাকা নিচ্ছে না এমপি ফান্ডে।


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):তা তো জানি না আমি দাদা। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): জানা উচিত না। জগদ্দল বিধানসভা একমাত্র বিধানসভা যে, টাকা নেবে না অর্জুন সিংহের। নট এমপি অর্জুন সিংহের। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):আমার জানা থাকলে, সেটা আলাদা জিনিস ছিল। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): তুমি ওটাকে একটু উইথড্র করে নাও। তুমি বলে দাও, লিখে দাও, এই মুহূর্তে ওই কাজটা আমাদের অন্য ফান্ড থেকে হয়ে গিয়েছে। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):কাজগুলো তো দরকার। এগুলো তো তোমার কাছেও আমি পাঠিয়েছিলাম দাদা। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): কাজ দরকার, তুমি নিতে পার। আমার আপত্তি নেই। ফলে ঠিকই আছে। যদি তুমি মনে করো, তোমার কাজ দরকার, এমপি-র টাকা, অর্জুন সিংহের টাকা নিয়ে করবে, তাহলে করতে পার। আমার আপত্তি নেই। 


অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):এটা তো অর্জুনের ব্যক্তিগত টাকা নয়। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): আমার অর্জুনের টাকায় জগদ্দল বিধানসভায় কাজ হবে না। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):কেন না...এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা বলুন, যাই বলুন, এমপি ফান্ডের টাকা। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): ভাল, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা হতেই পারে। তাহলে অর্জুন যখন বিজেপি-তে ছিল, তখন সবাইকে... ভালই করেছে। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):না, না, সে বিষয় নিয়ে আমি...সেটা তো রাজনীতির বিষয়। আমি তো গভর্নমেন্টের টাকা। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): গভর্নমেন্টের টাকা, তো গভর্নমেন্ট তো আমাকে দিচ্ছে। গভর্নমেন্ট তো আমাকে দেয়নি। ও তো জিতে এসেছে এমপি হিসেবে, কোন টাকা। যে বছরের টাকা ওটা, ওটা তো ইয়ের টাকা, যখন ও বিজেপিতে ছিল। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):সেটা আমার জানা নেই। আমার কাছে বলেছিল, খবর পাঠিয়েছিল।


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): খবর তো সব জায়গায় পাঠিয়েছিল।


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):আমার এলাকায় এই রাস্তগুলোর খুব দুর্দশা অবস্থা। তাই জন্য আমি পাঠিয়েছিলাম। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): আমার বক্তব্য সেটা পরের কথা। যদি অর্জুন না জয়েন করত, তাহলে কী করতে? 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):হত না। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): তাহলে সেটাই মেনে নিতে হবে। জগদ্দল বিধানসভায় সবাইকে অফার পাঠিয়েছিল। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):তাহলে আমি একটা কথা বলি, তোমার কাছে যে স্কিমগুলো পাঠিয়েছি, ইমিডিয়েটলি আমাকে ওগুলোর ব্যবস্থা করে দাও। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): আমি দেব না টাকা। আপনি যদি মনে করেন যে, অর্জুনের কাছ থেকে টাকা নিয়ে, আপনি আমাকে বলছেন এটা ব্ল্যাকমেল হয়ে গেল। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):ব্ল্যাকমেলের কিছু নেই। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): আপনি তো বলছেন যে, তাহলে আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, এটা আবার কী কথা হল? 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):আমি তোমার কাছে স্কিম দিয়েছি ক'টা। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): দিয়েছa। সেটা আমার যখন হবে, তখন দেব। সবাইকে দেব টাকা। 


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):ওগুলো তো আমি চাইছি এখন। 


• কণ্ঠ ১ (সোমনাথ শ্যাম, তৃণমূল বিধায়ক, জগদ্দল): যখন হওয়ার নিশ্চয়ই হবে।


• কণ্ঠ ২ (অমল মণ্ডল, প্রধান, কাউগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত):ঠিক আছে দাদা, আমি দেখছি কী করা যায়।


আরও পড়ুন: National Green Tribunal: বর্জ্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, ক্ষতি হচ্ছে পরিবেশের! বাংলাকে ৩৫০০ কোটি জরিমানা করল গ্রিন ট্রাইব্যুনাল


ভাইরাল অডিও নিয়ে মুখ খুলতে চাননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। কাউকে ফোন করিনি, কে অডিও ভাইরাল করেছে জানি না। প্রতিক্রিয়া তৃণমূল প্রধানের। ভাইরাল অডিও সত্য হলে, তৃণমূল নেতৃত্ব এবং বিধায়কের সঙ্গে কথা বলবেন, জানিয়েছেন অর্জুন সিংহ।