Bankura News: অস্বাভাবিক হারে হস্টেলের ফি বৃদ্ধির অভিযোগ, বিক্ষোভে সামিল পড়ুয়ারা

Student Protest:বাঁকুড়া খ্রিস্টান কলেজে সবমিলিয়ে পাঁচটি হস্টেল রয়েছে। এই হোস্টেলগুলিতে মোট আবাসিকের সংখ্যা প্রায় চারশো। প্রতিটি হস্টেলের ফি আলাদা আলাদা।

Continues below advertisement

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: একধাক্কায় অস্বাভাবিক হারে কলেজ হস্টেলের ফি বৃদ্ধি (Fee Increase)। প্রতিবাদে কলেজের মেন গেটে তালা দিয়ে বিক্ষোভে সামিল হস্টেলের আবাসিকরা। আবাসিকদের অভিযোগ, একধাক্কা ফি বৃদ্ধি হয়েছে প্রায় তিন হাজার টাকা। পরিকাঠামোর উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়নি। এরই প্রতিবাদে বাঁকুড়া খ্রিস্টান কলেজে আছড়ে পড়ল আবাসিক পড়ুয়াদের বিক্ষোভ। ঘটনা ঘিরে ধুন্ধুমার। কলেজের মেন এন্ট্রান্সে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হলেন আবাসিক পড়ুয়ারা। 

Continues below advertisement

হস্টেলের ফি বৃদ্ধির অভিযোগ: বাঁকুড়া খ্রিস্টান কলেজে সবমিলিয়ে পাঁচটি হস্টেল রয়েছে। এই হোস্টেলগুলিতে মোট আবাসিকের সংখ্যা প্রায় চারশো। প্রতিটি হস্টেলের ফি আলাদা আলাদা। কিন্তু চলতি শিক্ষাবর্ষে প্রায় সব হস্টেলেই একধাক্কায় ফি বৃদ্ধি করা হয়েছে। মাথাপিছু দুই থেকে তিন হাজার টাকা। একধাক্কায় এত বিপুল পরিমাণ ফি বৃদ্ধি ঘটায় সমস্যায় পড়ে আবাসিক পড়ুয়ারা। আর তার প্রতিবাদেই আজ হস্টেলের আবাসিকরা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন কলেজের মেইন বিল্ডিংয়ে। মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ে স্নাতক স্তরের প্রথম বর্ষ থেকে শুরু করে তৃতীয় বর্ষের আবাসিক পড়ুয়ারা।অবিলম্বে বর্ধিত হোস্টেল ফি প্রত্যাহার না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আবাসিক পড়ুয়ারা।

আরও পড়ুন: Sourav Ganguly: 'বিনিয়োগ করব আড়াই হাজার কোটি' মাদ্রিদ থেকে ঘোষণা সৌরভের

Continues below advertisement
Sponsored Links by Taboola