কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মানা হল না ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের (TET Agitation) আবেদন। প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত হলেই করা যাবে আবেদন। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। অন্য দিকে, উচ্চ প্রাথমিকে আজই শুরু হল ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউয়ের প্রক্রিয়া (SSC Recruitment)।


আন্দোলনকারীদের দাবি মানল না পর্ষদ


কেউ জেল খাটছেন, কেউ হকের দাবিতে লাগাতার ধর্না চালিয়ে যাচ্ছেন, আবার কারও আন্দোলন ভেঙে দিচ্ছে পুলিশ। আর এরই মধ্যে নিজেদের অবস্থানে অনড় থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্য দিকে, এদিনই শুরু হল উচ্চ প্রাথমিকের ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ।

শুক্রবার ২০টি জেলায় ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  অনলাইনে আবেদন করার জন্য পর্ষদের পোর্টাল খুলে গেল শুক্রবার বিকেল থেকে। আগেই যদিও তা জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁর বক্তব্য, "২০১৭, ২০১৪ কেউ অগ্রাধিকার পাবে না, নিয়ম মেনেই সব হবে... কালকের প্যাকেজ থেকে এইটুকু।"


প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির পূর্ব ঘোষণা মতোই ২০১৪ বা ২০১৭’য় টেট উত্তীর্ণ, কাউকেই কোনও অগ্রাধিকার দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 


আরও পড়ুন: TET Agitation: সাদা খাতা জমা দিয়েও চাকরি! অবৈধ নিয়োগ নিয়ে ঠিক যা বলেছিল আদালত...


২০১৪’র আন্দোলনকারীদের দাবি, মাঝের আট বছরে অনেক প্রার্থীরই বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। সেক্ষেত্রে নিয়ম পরিবর্তন না হলে, সেইসব প্রার্থীরা আর আবেদন করতে পারবেন না। কিন্তু এই সংক্রান্ত দাবিও খারিজ করে দিয়েছে পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর বয়স পয়লা জানুয়ারি, ২০২২-এ ১৮ থেকে ৪০ বছরের হতে হবে। তবে তফশিলি জাতি, উপজাতি বা অন্যান্য ক্ষেত্রে নিয়ন অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 


এ নিয়ে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থী অচিন্ত্য সামন্ত বলেন, "আমরা তো বলেই এসেছিলাম ৪০ বছরকে বিবেচনার মধ্যে নিয়ে আসা হোক। ফলে অনেকেই বঞ্চিত হবে। সংখ্যাটা প্রায় ২ হাজারের মতো। তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। আমরা যে ইন্টারভিউ বয়কটের ডাক দিয়েছি সেটাতেই অনড় থাকলাম। আন্দোলন চলবে।"


শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আবেদন করা যাবে ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। www.wbbpe.org এবং www.wbbprimaryeducation.org- এই দু'টি ওয়েবসাইটে আবেদন করা যাবে। 


অন্য দিকে, শুক্রবার করুণাময়ীতে SSC অফিসে শুরু হল উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, আদালতের নির্দেশমতো মেধাতালিকা প্রকাশ হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "ছুটির পর আদালত খুললে মেধাতালিকা জমা দেব।"


উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয় শুরু


এর আগে, ২০১৪-তে উচ্চ প্রাথমিকের বিজ্ঞপ্তি বের হয়।  ২০১৫-য় হয় পরীক্ষা। ফলপ্রকাশ হয় ২০১৬-য়।   ২০১৯-এ মেধাতালিকা প্রকাশ করে কমিশন। দুর্নীতির অভিযোগে ২০২০ সালে সেই মেধাতালিকা বাতিল করে দেয় আদালত। এর পর ২০২১ সালে আদালতের নির্দেশে ফের নতুন করে শুরু হয় তথ্য যাচাই ও ইন্টারভিউ। কিন্তু সেখানেও যোগাত্য থাকা সত্ত্বেও অনেকের সুযোগ না মেলার অভিযোগ ওঠে। তার পর আদালতের নির্দেশেই ১ হাজার ৫৮৫ জনের তালিকা তৈরি করে SSC, যাঁদের ইন্টারভিউ হল শুক্রবার।