Amit Shah Bengal Tour : করোনাকাল চলে গেলেই কার্যকর সিএএ, শিলিগুড়িতে হুঙ্কার শাহের
Amit Shah Bengal Tour Live : স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) বর্ষীয়ান নেতার দু'দিনের ঠাসা কর্মসূচিতে থাকছে সরকারি অনুষ্ঠান থেকে দলীয় জনসভা।
করোনাকাল চলে গেলেই সিএএ কার্যকর। শিলিগুড়িতে হুঙ্কার অমিত শাহের। শুধুই মিথ্যাচার, নাগরিক না হলে ভোট দিল কী করে? পাল্টা মমতা
অমিত শাহর সঙ্গে বৈঠকের আগে ফের বিজেপির সাংসদ-বিধায়কদের মুখে উঠে এল রাজ্যে ৩৫৬ ধারা জারির দাবি। যাকে পরাজিতের আর্তনাদ বলে কটাক্ষ করেছে তৃণমূল। এ’নিয়ে অমিত শাহ কিছু বলেন কি না, সে’দিকেই নজর রাজনৈতিক মহলের।
তৃতীয়বার ক্ষমতা ফিরেও কাটমানি, দুর্নীতি বন্ধ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়! শিলিগুড়ির সভা থেকে এভাবেই কাটমানি ইস্যুতে তৃণমূল নেত্রীকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।পাল্টা বিজেপিকে মানুষের পকেটমার বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
‘সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস। করোনাকাল চলে গেলেই সিএএ লাগু হবে। বললেন অমিত শাহ। বাংলার নাগরিক না হলে কী করে ভোট দেয় ? পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়
ভোট পরবর্তী সন্ত্রাস থেকে অমিত শাহের মুখে বগটুই, হাঁসখালিকাণ্ড। উত্তরপ্রদেশ, দিল্লির হিংসার প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণে মমতা। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। নিজের অধিকারের মধ্যে থাকুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা মমতা বন্দ্যোপাধায়ের।
১ বছর ধরে সুযোগ দেওয়া হয়েছিল, ভেবেছিলাম শুধরে যাবেন। ভোটের পর প্রথমবার বাংলায় এসেই মমতাকে আক্রমণে অমিত শাহ। অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার।
স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া পাচার-অনুপ্রবেশ রোখা কঠিন। খুব শীঘ্রই সেই অনুকুল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে বাংলায়। বনগাঁয় বললেন অমিত শাহ।
শিলিগুড়ি নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিলিগুড়ির রেলওয়ে ইনস্টিটিউশন ময়দানে সভা করবেন অমিত শাহ
স্থানীয় প্রশাসনের সাহায্য ছাড়া পাচার-অনুপ্রবেশ রোখা কঠিন। খুব শীঘ্রই সেই অনুকুল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে বাংলায়। বনগাঁয় বললেন অমিত শাহ।
নরেন্দ্র মোদি সরকারের মূল লক্ষ্য হল দেশের সুরক্ষা দুর্ভেদ্য করে তোলা। হিঙ্গলগঞ্জে অত্যাধুনিক ভাসমান বিওপি-র উদ্বোধন করা হয়েছে। সুন্দরবন থেকে অনুপ্রবেশ ও পাচারের কথা বলা হচ্ছিল। কিন্তু যে অত্যাধুনিক নজরদারির ব্যবস্থা হয়েছে তাতে অনুপ্রবেশ, পাচার বন্ধ হবে। বনগাঁয় বললেন অমিত শাহ।
বিএসএফ সীমান্তে আছে বলেই দেশ সুরক্ষিত রয়েছে। ফেন্সিং নয়, দেশের সুরক্ষা শুধুমাত্র বিএসএফ করতে পারে।
৭০-এর দশকে বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের মানবিকতার সঙ্গে আচরণ করতে হবে। বললেন অমিত শাহ।
অনুপ্রবেশকারী ও পাচারকারীদের রুখতে বিএসএফ-কে সজাগ থাকতে হবে, বনগাঁয় বললেন অমিত শাহ
শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র
বনগাঁর হরিদাসপুরে গিয়ে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন অমিত শাহ
'রাজ্যের গণতন্ত্রকে গত একবছর ধরে পিষে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দল। এই সময়ে অমিত শাহের সফর শুধু আমাদের কাছেই নয়, রাজ্যের সবার কাছেই খুব গুরুত্বপূর্ণ' অমিত শাহের দু'দিনের বঙ্গ সফর নিয়ে প্রতিক্রিয়া অগ্নিমিত্রা পালের।
সন্ধেয় শিলিগুড়িতে অমিত শাহের জনসভায় যোগ দিতে সকালেই আলিপুরদুয়ার স্টেশন, কোচবিহার স্টেশন ও বালুরঘাটে ভিড় বিজেপি কর্মী-সমর্থকদের।
দু'দিনের বঙ্গ-সফরে এসে বাংলার ট্যুইট অমিত শাহের। তিনি লেখেন, 'দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছালাম। বিভিন্ন অনুষ্ঠানে যোগদান এবং আমাদের বাংলার বোন ও ভাইদের সাথে আলাপচারিতার জন্য উন্মুখ হয়ে আছি।'
সুন্দরবনে বোট অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
হিঙ্গলগঞ্জে ভাসমান BSF আউটপোস্ট উদ্বোধন অমিত শাহ-র।
হিঙ্গলগঞ্জে পৌঁছলেন অমিত শাহ। হিঙ্গলগঞ্জে ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধন করবেন শাহ। সুন্দরবন এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও উদ্বোধন করবেন তিনি।
কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জের পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।
কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলে অমিত শাহ। সেকান থেকে চপারে যাবেন হিঙ্গলগঞ্জ।
প্রেক্ষাপট
কলকাতা : মাঝে কেটে গিয়েছে প্রায় একবছর। বিধানসভা ভোটের (Assembly Election) বছরখানেক পর প্রথমবার দু’ দিনের সফরে আজ রাজ্যে এলেন অমিত শা (Amit Shah)। স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) বর্ষীয়ান নেতার দু'দিনের ঠাসা কর্মসূচিতে থাকছে সরকারি অনুষ্ঠান থেকে দলীয় জনসভা।
বৃহস্পতিবারের কর্মসূচি
বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জে (Hingfalgung) বিএসএফের (BST) ৬টি অত্যাধুনিক ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি সুন্দরবন (Sundarban) এলাকার জন্য বোট অ্যাম্বুল্যান্সেরও (Boat Ambulance) উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। এরপর বনগাঁর (Bongaon) হরিদাসপুরে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করবেন তিনি। সন্ধেয় শিলিগুড়িতে (Siliguri) রেলওয়ে ইনস্টিটিউট স্পোর্টস গ্রাউন্ডে জনসভা রয়েছে অমিত শা-র।
শুক্রবারের কর্মসূচি
আগামীকাল সকালে কোচবিহার (Cooch Behar) জেলার তিনবিঘা সফরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় (Kolkata) ফিরে দুপুরে বিজেপি সাংসদ, বিধায়ক, পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। এরপর সন্ধেয় যোগ দেবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) সাংস্কৃতিক অনুষ্ঠানে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -