Cossipore Incident Update : বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু, দেহ চিহ্নিত করতে পরিবারকে চিঠি চিত্‍পুর থানার

Amit Shah Bengal Tour Live Updates : দলীয় কর্মসূচি বদল করে দমদম বিমানবন্দর থেকে সরাসরি কাশীপুরে অমিত শাহ। পরিবারের সঙ্গে কথা। রাজনৈতিক উদ্দেশ্যে খুন, তদন্তভার নিক সিবিআই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 06 May 2022 08:21 PM
BJYM Leader Died: মৃতের পরিচয় নিয়ে বিতর্ক

কাশীপুরে মৃত যুবক পুরভোটে তৃণমূল কাউন্সিলরের হয়ে কাজ করেছেন, দাবি অতীন ঘোষের। বিজেপি করতেন, ভোটের পর থেকেই ঘরছাড়া ছিলেন, পাল্টা দাবি মৃতের পরিবারের।

Cossipore Incident Update: রাজ্যের কাছে রিপোর্ট তলব

কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ দুপুরে উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে কর্মসূচি বদল করে বিমানবন্দর থেকে সরাসরি কাশীপুরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে যে পরিত্যক্ত ঘরে বিজেপি যুব মোর্চা নেতার দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা ঘুরে দেখেন অমিত শাহ। সেইসঙ্গে তিনি সিবিআই তদন্তের দাবিতে সওয়াল করেন। ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। তাঁর মন্তব্য, গত এক বছরে বাংলার মতো এত সিবিআই তদন্ত কোনও রাজ্যে হয়নি। 

BJYM Leader Died: পুলিশ-প্রশাসনের ওপর ভরসা নেই, মন্তব্য অমিত শাহের

‘আমরা চাই এই ঘটনার সিবিআই তদন্ত হোক। এক বছরের মধ্যে দেশের কোনও প্রান্তে এত মামলা সিবিআইকে দেওয়া হয়নি, বাংলার মতো। এটাই প্রমাণ করে আদালত আর এখানকার প্রশাসন-পুলিশের ওপর ভরসা নেই,’ মন্তব্য অমিত শাহের।

Cossipore Incident Update: মৃতদেহ চিহ্নিত করার জন্য বাড়িতে চিঠি

কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু। মৃতদেহ চিহ্নিত করার জন্য বাড়িতে চিঠি পাঠানোর পর চিত্‍পুর থানার পুলিশ গিয়ে মৃতের পরিবারের সদস্যদের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেল।

BJYM Leader Died: রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন অমিত শাহ।

Cossipore Incident Update: স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা অর্জুন সিংহের

‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে থাকাকালীনই একজন বিজেপি নেতা খুন। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চ্যালেঞ্জ’, মন্তব্য বিজেপি সাংসদ অর্জুন সিংহের।

BJYM Leader Died: পুলিশের বিরুদ্ধে অভিযোগ

পুলিশ মারধর করে জোর করে দেহ নিয়ে গিয়েছে, অভিযোগ মৃত অর্জুন চৌরিসিয়ার পরিবারের।

Cossipore Incident Update: বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু, কাশীপুরে ধুন্ধুমার

বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু, কাশীপুরে ধুন্ধুমার। রেল কোয়ার্টারের পরিত্যক্ত ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপি যুব মোর্চা নেতার দেহ উদ্ধার ঘিরে তুলকালাম। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পরিত্যক্ত ঘরের দরজা আটকে বিজেপি কর্মীদের বিক্ষোভ। দু’বার দেহ উদ্ধারে এসে ব্যর্থ হয়ে ফিরতে হয় পুলিশকে। জোর করে বাধা সরিয়ে দেহ ময়নাতদন্তের জন্য আরজি করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। গত পুরভোটেও মৃত যুবক কাজ করেছেন তৃণমূলের সঙ্গে, দাবি করেন অতীন ঘোষ। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। হাতাহাতি বেধে যায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে।

BJYM Leader Died: অমিত শাহকে আক্রমণ চন্দ্রিমা ভট্টাচার্যর

‘উনি কি কোনও রাজনৈতিক জ্যোতিষী? প্রথমেই কীভাবে বললেন এটা রাজনৈতিক খুন? মৃত্যুর মধ্যে রাজনীতি ঢোকানো হচ্ছে। এটা একটা পরিকল্পিত ঘটনা নয় তো? কোর্টে গেলে যাবেন, বিচারব্যবস্থার প্রতি আমাদের শ্রদ্ধা আছে’, অমিত শাহকে তোপ চন্দ্রিমা ভট্টাচার্যর।

Cossipore Incident Update: বিক্ষোভের মুখে অতীন ঘোষ

কাশীপুরে রহস্যমৃত্যুর পর এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে কাশীপুর-বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। বিক্ষোভের মুখে অতীন ঘোষের দাবি, নিহত যুবক পুরভোটের সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের হয়ে কাজ করেছেন।

BJYM Leader Died: আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত

কাশীপুরে বিজেপি যুব মোর্চা নেতার রহস্যমৃত্যু। ‘আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত হবে’, নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির।

Cossipore Incident Update: অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

বিজেপি যুব মোর্চার নেতা অর্জুন চৌরাশিয়ার রহস্যমৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কাশীপুরে মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

Amit Shah Cossipore Visit : "বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে", কাশীপুরের ঘটনায় মন্তব্য শাহ-র

"বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব।" মন্তব্য অমিত শাহর।

Amit Shah in Cossipore : কাশীপুরে ঘটনাস্থলে অমিত শাহ

কাশীপুরে ঘটনাস্থলে অমিত শাহ। কর্মসূচি বদল করে কাশীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

Dilip on Cossipore : "দুয়ারে দুয়ারে ধর্ষণ আর খুন দিয়েছে তৃণমূল সরকার", কাশীপুরের ঘটনায় সিবিআই দাবি দিলীপের

দুয়ারে দুয়ারে ধর্ষণ আর খুন দিয়েছে তৃণমূল সরকার। কাশীপুরে বিজেপি নেতার দেহের এই ময়নাতদন্তের কোনও গুরুত্ব নেই। আমরা সিবিআই চাইব, মন্তব্য দিলীপের।

Amit Shah Update : অমিত শাহ আসছেন সেদিনই এরকম ঘটনা ঘটল? বললেন কুণাল

‘ঘটনাস্থলে বহু বহিরাগতকে জড় করেছে বিজেপি। আত্মহত্যা হলে কেন আত্মহত্যা তার তদন্ত করতে হবে। হত্যা হলে কারা হত্যা করল সেই তদন্ত করতে হবে। যেদিন অমিত শাহ আসছেন সেদিনই এরকম ঘটনা ঘটল’ , বললেন কুণাল । 

Amit Shah Live Updates : ‘দমদম থেকে ফিরে উনি উত্তরপ্রদেশে যাবেন তো ? ’ প্রশ্ন কুণালের

‘হত্যা হলে কারা হত্যা করল সেই তদন্ত করতে হবে। যেদিন অমিত শাহ আসছেন সেদিনই এরকম ঘটনা ঘটল। এটা পরিকল্পিত চিত্রনাট্য কিনা তারও তদন্ত হওয়া দরকার’ , কাশীপুরের ঘটনা নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। 

Amit Shah In Bengal : কলকাতায় অমিতকে স্বাগত জানানোর কর্মসূচি বাতিল

 দলের যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর খবর জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁকে কলকাতায় স্বাগত জানানোর কর্মসূচি যেন বাতিল করা হয়। বিজেপি নেতা কল্যাণ চৌবের দাবি, চিত্‍পুরে আসবেন অমিত শাহ। 

প্রেক্ষাপট

কলকাতা : বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতায় আসার দিনই চিত্‍পুরে মিলল বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ। বিজেপি সূত্রে খবর, দলের যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর খবর জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁকে কলকাতায় স্বাগত জানানোর কর্মসূচি যেন বাতিল করা হয়। বিজেপি নেতা কল্যাণ চৌবের দাবি, চিত্‍পুরে আসবেন অমিত শাহ।  


বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ সকালে কোচবিহারের তিনবিঘায় কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। সকাল ১১টা নাগাদ তিনি তিনবিঘায় পৌঁছে যান। বেলার দিকে তিনি আসবেন কলকাতায়। নিউটাউনের হোটেলে তাঁর বৈঠক রয়েছে। সন্ধেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে যাবেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। এরপর বিজেপি অফিসে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক সেরে রাতেই ফিরবেন দিল্লি। 


কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধল। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘরে অর্জুন চৌরাসিয়া নামে ২৬ বছরের ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। পুলিশ সূত্রে দাবি, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যয়নি। মৃতের পরিবার এই ঘটনায় খুনের অভিযোগ করেছে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকে হুমকি দেওয়া হচ্ছিল বিজেপি যুব মোর্চার ওই নেতাকে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.