কলকাতা : পয়লা বৈশাখের সন্ধিক্ষণে ছিলেন কলকাতায় ( Kolkata ) । পুজো দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। এবার অমিত শাহ ( Amit Shah )  এলেন ২৫-এ বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের ( Rabindranath Tagore ) জন্মজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে। পঁচিশে বৈশাখ ফের কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে জোড়াসাঁকো, বিকেলে সায়েন্স সিটিতে 'আমাদের রবীন্দ্রনাথ' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।                 

  


ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজেপি-কে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কটাক্ষ করছে বাম-কংগ্রেসও। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।              


পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে তাঁর আসা-যাওয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। ১৪ এপ্রিলের পর আবার  ৮ মে ২ দিনের সফরে বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৯ মে, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাবেন। জানা গিয়েছে, দুপুরে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন অমিত শাহ। ওই দিন সন্ধ্যায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে যোগ দেবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।                               


কথা ছিল সোমবার বহরমপুরের অমিত শাহ সভা করবেন। কিন্তু  শেষ মুহূর্তে সফরসূচি কাটছাঁট হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাদ যায় রাজনৈতিক কর্মসূচি। ফলে, সোমবার বহরমপুরের অমিত শাহর প্রস্তাবিত জনসভা হয়নি।  নবাবের জেলায় হল না ক্ল্যাশ অফ টাইটানস।


                                   


আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো


বাঙালির মন জয়ের কৌশল ?


আগামী দিনে ভোটযুদ্ধে সাফল্য পেতে, এটা বাঙালির মন জয়ের কৌশল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলই কবিগুরুর অনুষ্ঠানে অমিত শাহ-র যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।                                  


২১-এর ভোটে কাঙ্খিত সাফল্য আসেনি বিজেপির ঝুলিতে। দলের অন্দরেই একাংশ মনে করেন, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজকে এখনও পুরোপুরি কাছে টানা যায়নি। সেই শূন্যতা ভরাট করতেই রবীন্দ্রস্মরণ? প্রশ্ন রাজনৈতিক মহলের। বিজেপির পাল্টা দাবি, শাহের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার সঙ্গে ভোট-রাজনীতির যোগসূত্র নেই।