কলকাতা: পদ্মের মিশন ২৬! নরেন্দ্র মোদির পর এবার বঙ্গে এলেন অমিত শাহ। প্রধানমন্ত্রীর সফরের ২দিনের মধ্যে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে বাইপাসের ধারে একটি হোটেলে থাকবেন অমিত শাহ।
এখনও সদস্য সংগ্রহের টার্গেট পূরণ হয়নি, সাংগঠনিক নির্বাচনও ১০০ শতাংশ শেষ করা যায়নি, এসব যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করতে ইতিমধ্যেই রাজ্য বিজেপির কর্মীদের ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। আর এবার রাজ্যে এলেন অমিত শাহ। তাঁর নেতৃত্বেই রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে বড় সাংগঠনিক সভা করবে রাজ্য বিজেপি।
সাংগঠনিক দুর্বলতা থেকে শুরু করে, উত্তরবঙ্গে উপনির্বাচনে হার, দলের প্রাক্তন সাংসদ, বিধায়কদের তৃণমূলে যোগদান, এসবে মাঝেমধ্যেই চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে রাজ্য বিজেপিকে। তার মধ্যেই সব মণ্ডলে এখনও সভাপতি নির্বাচন করতে পারেনি তারা। উল্টে মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে দিকে দিকে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসে। ১০টি সাংগঠনিক জেলায় এখনও সভাপতি নির্বাচন বাকি। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবে, তা নিয়েও এখন জোরালো প্রশ্ন। সেই আবহে অমিত শাহর বঙ্গ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠক ছাড়াও পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকও করবেন অমিত শাহ। যদিও এর কোনওটিকেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ২০০ আসন টার্গেট করে বিজেপিকে থামতে হয়েছে ৭৭-এ। তারপর লোকসভা ভোটেও ফল খারাপ হয়েছে। বছর ঘুরলেই আরও একটা বিধানসভা নির্বাচন। অমিত শাহের ভোকাল টনিকে কি স্বপ্ন পূরণে সফল হবেন রাজ্য বিজেপির নেতারা? হোটেলে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। কাল সকালে প্রথমে রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করবেন অমিত শাহ। দুপুরে নেতাজি ইন্ডোরে বঙ্গ বিজেপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। এরপর স্বামী বিকেকানন্দের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সনাতনী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সেখানে বৈঠক করার কথা। এরপর ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।