কলকাতা: দুর্গাপুজো উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah)। সেই নিয়ে চরম তৎপরতা বঙ্গ বিজেপি-তে। লোকসভা নির্বাচনের আগে শাহের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেই আবহেও বঙ্গ বিজেপি-তে (West Bengal BJP0 দ্বন্দ্বের ছবি পরিষ্কার। কারণ শাহ আসছেন বলে তাঁর জানা নেই, এমনই মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
শাহ আসার খবর জানেনই না দিলীপ! ফের শুরু জল্পনা
দুর্গাপুজোর উদ্বোধনে সোমবারই রাজ্যে পা রাখছেন শাহ। ২১ অক্টোবর, পুজো চলাকালীন শহরে এসে পৌঁছবেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তার আগেই বঙ্গ বিজেপি-তে দ্বন্দ্বের ছবি পরিষ্কার। কারণ রবিবার পুজো উপলক্ষে দলের কর্মসূচি নিয়ে যে বৈঠক ছিল সল্টলেকে, তাতে দেখা যায়নি দিলীপকে। রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদারও বৈঠকে অনুপস্থিত ছিলেন।
সেই নিয়ে কানাঘুষোর মধ্যেই রবিবার জল্পনা আরও বাড়িয়ে দিলেন দিলীপ। শাহের আগমন নিয়ে প্রশ্ন করলে দিলীপ বলেন, "আমি জানি না, অমিত শাহ আসছেন। জানালে যাব!" তাহলে কি বিজেপি-র অন্দরে প্রাসঙ্গিকতা হারাচ্ছেন দিলীপ? প্রশ্নের উত্তর দিতে দ্বিধা করেননি তিনি। বলেন, "জানি না আমি। আমি সাংসদ। নিজের কাজ করছি।"
বঙ্গ বিজেপি-তে এই মুহূর্তে দিলীপের অবস্থান বহুচর্চিত বিষয়। একসময় একাহাতে বাংলায় বিজেপি-র ঝান্ডা সামলেছেন দিলীপ। ২০১৯-এর লোকসভা নির্বাচনের সময় বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বেই সেবার বিজেপির আসন বাংলায় দুই থেকে বেড়ে ১৮তে পৌঁছেছিল। রাজ্যে বিজেপি-কে দাঁড় করানোর নেপথ্যে দিলীপের ভূমিকার কথা অনস্বীকার্য।
বঙ্গ বিজেপি-তে কি কোণঠাসা দিলীপ? জল্পনা উস্কে দিলেন নিজেই
কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই সমীকরণ বদলাতে শুরু করে। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদানের পর এই মুহূর্তে বঙ্গ বিজেপি-তে সব থেকে চর্চিত নাম শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি-তে যোগদান করার পরই রাজ্য বিজেপি-র সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপকে। তাঁর জায়গায় বসানো হয় সুকান্তকে। এর পর জাতীয় স্তরে দলের সহ-সভাপতি করা হলেও, সেই পদ থেকেও পরে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তাই শাহের আগমনের বিষয়টি দিলীপকে জানানো হয়নি, নাকি জেনেও তিনি নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, উঠছে প্রশ্ন।