অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা : বিধানসভা ভোটে (Assembly Election) প্রত্যাশা পূরণে ব্যর্থতা। পুরভোটে (Municipal Election) ভরাডুবি। একের পর এক নেতা-কর্মীদের 'ক্ষোভ-বিক্ষোভ'। প্রকাশ্যে বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতির 'মতানৈক্য'। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে 'কঠিন সময়ের' মধ্যে দিয়ে চলেছে বঙ্গ বিজেপি (BJP)। এই অবস্থায় বিধানসভা ভোটের পর প্রথমবার রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। দু'দিনের সফরে শিলিগুড়িতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) তথা বিজেপির বর্ষীয়ান এই নেতা। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জনসভা করারও কথা তাঁর।
দিলীপের 'অভিভাবকের' খোঁজ
রাজ্যে গেরুয়া শিবির কোন পথ ধরে এগোবে তা নিয়ে আলাপ-আলোচনা শাহি-সফরের অঙ্গ হবে কি না সেই জল্পনার মধ্যেই বঙ্গ বিজেপির 'অভিভাবক' প্রয়োজন বলে জল্পনা উসকে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। একপাশে তাঁরই উত্তরসূরী তথা বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও আরেকপাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাঝখানে বসে বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য 'আমাদের অভিভাবক চাই'। যা নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
শাহি সফরের আগে পথে বিজেপি
অমিত শাহর বঙ্গ সফরের আগের দিন বুধবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের বর্ষপূর্তি পালন করেছে রাজ্য বিজেপি। নিহতদের স্মরণে রানি রাসমণি অ্যাভিনিউতে হয় প্রতীকী অনশন। এদিনের মঞ্চ থেকেই, আগামী রবিবার নন্দীগ্রামে তৃণমূলের পরাজয়ের বর্ষপূর্তি উদযাপনের কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
অমিত শাহর সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে: হিন্দিতে লেখা ব্যানার। তাতে লেখা- গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে? অমিত শাহর উত্তরবঙ্গ সফরের আগে, শিলিগুড়ি ও কালিম্পঙে পড়ল এমনই পোস্টার। শিলিগুড়ি শহরের দার্জিলিং মোড়ে বুধবার এই পোস্টার দেখা যায়। একই পোস্টার দেখা যায় কালিম্পঙেও। পোস্টারের নিচে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের নাম।
আরও পড়ুন- 'গোর্খাজাতি আর কতদিন মিথ্যা সহ্য করবে?' শাহ সফরের আগে পোস্টার উত্তরবঙ্গে