কলকাতা: আজ রাজ্যে আসছেন অমিত শাহ (Amit Shah)। সিউড়িতে সভা করবেন তিনি। একদিন পর, রবিবার সিউড়ির ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম। অনুব্রত গড়ে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও (TMC)। জোড়া কর্মসূচি ঘিরে বাড়ছে বীরভূমের (Birbhum) রাজনৈতিক উত্তাপ।


আজ দুপুরে সিউড়িতে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 


আজ দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার রাতেই নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার অমিত শাহর সভাস্থলেই সভা ফিরহাদের।


সোজা যাবেন দক্ষিণেশ্বর


এদিন সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন তিনি।  সিউড়িতে জনসভার পর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।


দোরগড়ায় পঞ্চায়েত ভোট


রাজ্যে এর আগেও একাধিকবার ভোটের আগে সভা করেছেন তিনি। বোলপুর, বিশ্বভারতীতেও এর আগে সফর করেছিলেন তিনি। তবে রাজ্যে দোরগড়ায় পঞ্চায়েত ভোট। আর তার আগেই শাহ-র সভা ঘিরে গুঞ্জন রাজনৈতিক মহলে। এদিকে ইতিমধ্যেই রাজ্যের একাধিক সভায় অভিষেক কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিল্লি যাওয়ার কথা জানিয়েছেন। কৃষি থেকে জলের ইস্যু যেখানে খুব ছিল প্রাসঙ্গিক। এবার কথা হল কেন্দ্রীয় প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ, নাকি নিয়োগ দুর্নীতি, বগটুইকাণ্ড নাকি রাজ্যের একাধিক অশান্তির ইস্যু এদিন শাহ-র বক্তব্যে উঠে আসবে, তা নিয়েই অপেক্ষায় সারা বাংলা।


রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রসঙ্গত, রাজ্যে এই মুহূর্তে রামনবমীর মিছিল ঘিরে হাওড়া, হুগলি অশান্তির পর ইতিমধ্যেই মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবপুর, ডালখোলা, রিষড়ায় দফায় দফায় অশান্তি হয়েছিল। বঙ্গ বিজেপির কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই রিপোর্ট তলব চেয়ে পাঠিয়েছিলেন তিনি। পুলিশ কেন পর্যাপ্ত ব্যবস্থা করেনি তা জানতে চেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক, এমনই খবর সূত্রের।


আরও পড়ুন, পেট্রোল-ডিজেল আজ কতটা সস্তা কলকাতায় ? কোন শহরে বদলাল জ্বালানি গ্রাফ ?


স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি


এ নিয়ে সুকান্ত মজুমদার স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন, সেখানে রাজ্য পুলিশের ভূমিকার সমালোচনা করা হয়। হিংসার জন্য তিনি মূলত রাজ্যের পুলিশ প্রশাসনকে দায়ী করেছিলেন। তার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। সম্প্রতি হনুমান জয়ন্তীর আগে হাইকোর্টের নির্দেশে অশান্তি এড়াতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়।