কৌশিক গাঁতাইত, জামুড়িয়া: যার হাত ধরে চলে যাওয়া যায় বহু দূর, সেই বন্ধুর হাতে বন্ধুকে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের (West Burdwan News) জামুড়িয়ায়। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত, দাবি পুলিশ সূত্রে।


বন্ধুকে খুনের অভিযোগ: আসানসোলের (Asansol) জামুড়িয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রকে খুনের ঘটনায় উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বন্ধুর কিছু গোপন কথা জানত মৃত কিশোর। অভিযোগ, সেই কথা বন্ধুর বাবাকে বলে দেওয়ার হুমকি দিত সে। তাতেই আক্রোশ, আর সেই থেকে এই চরম পরিণতি। পুলিশের দাবি, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত কিশোর। সে জানিয়েছে, শনিবার রাত ১০ টা নাগাদ দু'জনে বাড়ি থেকে বের হয় তারা। বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন জায়গায় গিয়ে পানীয়ের বোতল দিয়ে বন্ধুর মাথায় মারে। তারপর ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মাথা। দেহ ফেলে দেওযা হয় কাদার মধ্যে। রাতে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ।               


অবশেষে রবিবার সকালে বাড়ির অদূরে উদ্ধার হয় দেহ। মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে। শুধু অভিযুক্তের বাবার কাছে নালিশ করার হুমকিতেই খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে? ঘটনায় কি জড়ির আরও কেউ? খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।


এদিকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে বোমা ফেটে হাত উড়ে গেল চতুর্থ শ্রেণির ছাত্রের। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ১০টা নাগাদ বাড়ির পিছনে বাগানে খেলতে যায় ৯ বছরের বালক। বল ভেবে বোমা নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। ওই ছাত্রের ডান হাত উড়ে যায়। শরীরের অন্যান্য অংশেও গুরুতর আঘাত রয়েছে। বিস্ফোরণে জখম বালককে নিয়ে যাওয়া হয়েছে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


 


আরও পড়ুন: WB Dengue Update: ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ, এক সপ্তাহে বাংলায় আক্রান্ত ৬৭৫ জন