সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য পুরসভার ছবিও উদ্বেগের। 


ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ: বর্ষা আসতেই শুরু ডেঙ্গির চোখ রাঙানি। একের পর এক মৃত্য়ু। স্বজন হারানোর হাহাকার। হাসপাতালে হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের ভিড়। সরকারি সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে। শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০ জন।।কলকাতা লাগোয়া লবণ-হ্রদের হাওয়া-বাতাসেও কি বাড়ছে ডেঙ্গি? উদ্বেগে সল্টলেক। পরিসংখ্যান অনুযায়ী,১৯ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিধাননগর পুরসভা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত ১৯ জন। কলকাতা পুরসভা। তথ্য অনুযায়ী, শহরে অন্তত ৫ হাজার বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। মামলা করা হয়েছে ৯০টি। ন্যাশনাল লাইব্রেরি এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুরসভা।৫টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে। জরিমানার অঙ্ক ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।নদিয়ার রানাঘাট পুরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা ১৬।এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসাত পুরসভা এলাকায় ১১ এবং হাওড়া পুরসভা এলাকায় ৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।


বর্ষা শুরু হতেই ফের ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। তবে শুধু শহর কলকাতা নয়, আশপাশের জেলাগুলিতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। সেই তালিকায় যেমন রয়েছে হাওড়া, দুই বর্ধমান, তেমনই রয়েছে নদিয়া, বাঁকুড়া, জলপাইগুড়ির মতো জেলা। নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন ডেঙ্গি আক্রান্ত। এছাড়া, ৫০ জন জ্বর নিয়ে ভর্তি। কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতাল, দুই হাসপাতালেই জ্বর নিয়ে ভর্তি হচ্ছেন বহু রোগী। দুর্গাপুর পুরসভার পলাশডিহা এলাকায় ডেঙ্গির দাপট সবথেকে বেশি। গত এক সপ্তাহে ৬১ জন আক্রান্ত হয়েছেন। হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। বাঁকুড়াতেও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি সংক্রমণ। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে গতবারের মতোই এবারও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। জলপাইগুড়ি শহরেও এবার তিন জনের শরীরে থাবা বসিয়েছে ডেঙ্গি। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ৫৫ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।


আরও পড়ুন: West Burdwan News: স্কুল ছাত্রকে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গ্রেফতার অভিযুক্ত