দত্তাবাদকাণ্ডে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেন বিচারক। ঘটনার কিংপিন BDO, তাঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কিন্তু আমাদের ধারণা, তিনি অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। আদালতে সওয়াল সরকারি আইনজীবীর।

Continues below advertisement

হাইকোর্টের সময়সীমা পেরিয়ে গেছে বৃহস্পতিবার রাত ৮টায়। তার পরেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। এই প্রেক্ষিতে, পুলিশের আবেদন মঞ্জুর করল বিধাননগর মহকুমা আদালত। আগাম জামিন খারিজ করে দত্তাবাদকাণ্ডে রাজগঞ্জের BDO-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন বিচারক অভিজিৎ পাকরিন।

আদালতের নির্দেশ, ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার অপহরণ-খুনের ঘটনায় প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বিধাননগর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়।

Continues below advertisement

এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন, ঘটনার কিংপিন BDO প্রশান্ত বর্মন। তাঁর নিউটাউনের বাড়িতে কার্যত আদালত বসিয়ে বিচার চালিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করা হয়। সরকারি আইনজীবী বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্বেও BDO নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। আমাদের ধারণা, তিনি অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন। আমরা তদন্তের মাঝামাঝি জায়গায় রয়েছি। হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন। তাই BDO-র আগাম জামিন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।

এরপরই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর আদালত।

গত ৩০ অক্টোবর, দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। ব্যবসায়ীকে অপহরণ-খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের BDO প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠকে। এই প্রেক্ষাপটে বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন করেন BDO। গত ২৬ নভেম্বর সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট।                                         

গত ২২ তারিখ নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি BDO। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রশান্ত বর্মন।