কলকাতা: স্কুটার চালানো শিখতে গিয়ে নিখোঁজ পঞ্চান্নগ্রামের তরুণী। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। মাঝরাত থেকে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। 

স্কুটার চালানো শিখতে গিয়ে রহস্যজনক অন্তর্ধান পঞ্চান্নগ্রামের তরুণীর। মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ সঙ্গী যুবকের বিরুদ্ধে। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। খালের ধার থেকে উদ্ধার হয়েছে স্কুটার ও মোবাইল ফোন। কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পরেও বছর তেইশের তরুণীর সন্ধান এখনও মেলেনি। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আনন্দপুরে চিনা মন্দির খালপাড় এলাকায় স্কুটার চালানো শিখছিলেন তরুণী। সঙ্গে থাকতেন পঞ্চান্নগ্রামেরই এক যুবক। অভিযোগ, গতকাল রাতে দু’জনের মধ্যে বচসা বাধে, ওই যুবক তরুণীকে মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, তরুণীকে খালে ফেলে দেওয়া হয়েছে। তারপরই খালে ডুবুরি নামানো হয়। ঘটনার পর থেকে যুবকেরও খোঁজ মিলছে না।