পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রসূতি ও শিশুদের খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরে গিয়ে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কিন্তু, জেলাশাসকের দফতরের আগে তাঁদের মিছিল আটকে দিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়।


বর্তমান বাজারে সবজি, ডিম ও জ্বালানির দাম অগ্নিমূল্য। কিন্তু, শিশু ও প্রসূতি মায়েদের রান্না করা খাবার দেওয়ার জন্য বরাদ্দ নামমাত্র টাকা। সেই টাকাও বকেয়া পড়ে রয়েছে মাসের পর মাস। একদিকে বরাদ্দ বৃদ্ধি অন্যদিকে বকেয়া টাকা দ্রুত মেটানোর দাবিতে এবার আন্দোলনের পথে নামলেন বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী-সহায়িকারা। দাবি আদায়ের জন্য বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দেন তাঁরা। কিন্তু, মিছিল করে জেলাশাসকের দফতরে যাওয়ার আগেই অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই মিছিল আটকে দেয় পুলিশ। এর প্রতিবাদে ঘটনাস্থলেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। 


আরও পড়ুন: Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা


বিক্ষোভকারীদের অভিযোগ, এখন বাজারে সবজির দামে আগুন লেগেছে। আলু ও পেঁয়াজ সহ অন্যান্য সবজি কিনতে রীতিমত কালঘাম ছুটছে সাধারণ মানুষের। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডিম ও জ্বালানির দামও। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কর্মী এবং সহায়িকারা। এমনিতেই শিশু ও প্রসূতিদের পুষ্টিকর রান্না করা খাবার দেওয়ার জন্য নামমাত্র বরাদ্দ দেয় সরকার। সেই বরাদ্দ টাকায় পুষ্টিকর তো দুরস্থ, খাওয়ার উপযোগী জিনিস দেওয়াও কঠিন হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। শুধু তাই নয়, এর জন্য সামান্য বরাদ্দ টাকাও মাসের পর মাস পড়ে রয়েছে বকেয়া। 


এই পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে আজ বাঁকুড়ার জেলাশাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। বাঁকুড়ার তামলীবাঁধ থেকে মিছিল করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জেলাশাসকের দফতরের দিকে এগোতেই আইজি অফিস মোড়ে ব্যারিকেড করে মিছিলের পথ আটকায় পুলিশ। প্রতিবাদে সেখানে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। দ্রুত বকেয়া না মেটালে এবং বরাদ্দ বৃদ্ধি করা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।