কলকাতা : ২১ অক্টোবর। ১০ দফা দাবি আদায়ে ধর্মতলায় অনশনের আজ ১৭ তম দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক। তারপর অনশন প্রত্যাহার। আর জি করের নির্যাতিতার বিচার ছিনিয়ে আনা ও হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল ৯ অগাস্ট তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই। সেই আন্দোলন চরমে ওঠে যখন অনশনে বসেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা। এরপর যত দিন গিয়েছে আন্দোলন হয়েছে জোরদার। শাসকের কাছে মাথা-না-নোয়া জেদ দেখিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা। অবশেষে নবান্নর বৈঠকের পরে অনশনকারীরা জানিয়েছেন, সরকারের কথায় নয়, নির্যাতিতার বাবা-মায়ের কথাতেই অনশন তুলেছেন তাঁরা, তবে লড়াই চলবে। এই লড়াই শেষ হওয়ার নয়। ডা. রুমেলিকা কুমার জানান, 'কোনও সর্বোচ্চ রাজ্য প্রশাসনের অনুরোধে নয়, কোনও রকম রাজ্য প্রশাসনের অনুরোধে নয়, কোনও সরকারি মেডিক্যাল টিমের অনুরোধে নয়, কোনও সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে নয়, শুধুমাত্র এই অনশন প্রত্যাহার করছি কাকু-কাকিমা এবং সাধারণ মানুষের কথা ভেবে।' সেদিনই আন্দোলনকারীরা জানান তাঁদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে। 


শনিবার , ২৬ অগাস্ট, আর জি  কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গণ কনভেনশন। অনশন, মহামিছিল, মহাসমাবেশ, দ্রোহের কার্নিভাল, দ্রোহের সংস্কৃতির পর এবার গণ কনভেনশনে সকলকে ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। দুপুর ৩টেয় আর জি কর মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে গণ কনভেনশনটি হবে।  ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। 


অন্যদিকে নির্যাতিতা চিকিৎসকের নিজের কলেজ, কল্যাণী মেডিক্যাল কলেজেও গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। প্রথমে অনুমতি দিলেও, ঘূর্ণিঝড়ের কারণ দেখিয়ে অধ্যক্ষ সেই কর্মসূচি বাতিল করায়, শুরু হয়েছে বিতর্ক। এই আবহেই শনিবার আর জি কর মেডিক্যালে গণ কনভেনশন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 


ডা. অনিকেত মাহাতো পোস্ট করে জানিয়েছেন, অনেকেরই মনে বিভ্রান্তি ছড়াচ্ছে, আর জি কর হাসপাতালের কনভেনশনটির অনুমতি বাতিল হয়েছে বলে। তা নয়, আর জি করের কনভেনশন হচ্ছে নির্ধারিত সময়েই।  'অভয়ার বিচারের দাবিতে' সকলকে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন অনিকেত।পোস্ট করেছেন ডা. কিঞ্জল নন্দও। কিঞ্জলের পোস্টটি শেয়ার করে আবার অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, পেশাগত 'কমিটমেন্ট' থাকায় তিনি থাকতে পারছেন না, তবে মানসিকভাবে সেখানেই থাকবেন।  



আরও পড়ুন, দানার জেরে কালীপুজোতেও কি ভোগাবে বৃষ্টি ? জেনে নিন বড় আপডেট  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।