উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সুদীপ্ত আচার্য, কলকাতা: প্রায় পাঁচ মাস হতে চলল মারা গিয়েছেন ছাত্রনেতা আনিস খান (Anis Khan)। তার পরও তাঁর মৃত্যুর রহস্য কাটল না। বরং বিশেষ তদন্তকারী দলের (SIT) চার্জশিটেও  একাধিক প্রশ্ন ঘিরে রয়ে গেছে ধোঁয়াশা। চার্জশিটে, গাফিলতির জেরে মৃত্যুর ধারা দিয়েছে সিট, যে ধারা নিয়ে, এপ্রিল মাসেই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি (Calcutta High Court)। পাশাপাশি আনিসের বাড়িতে পুলিশি অভিযানের আগে, জেনারেল ডায়েরি এন্ট্রি কেন করা হয়নি, আনিস কীভাবে পড়ে গেছিলেন, সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।


আনিসের মৃত্যুতে ধোঁয়াশা কাটল না


গত ১৮ ফেব্রুয়ারি রহস্যজনক ভাবে মৃত্যু হয় আনিসের। তাঁর পরিবারের দাবি, রাতে বাড়ি ফেরেন আনিস। তার পর তাঁর খোঁজে বাড়িতে আসেন চার জন। তাঁদের মধ্যে একজনের পরনে ছিল পুলিশের উর্দি। হাতে ছিল বন্দুক। বাকি তিন জন সিভিক ভলান্টিয়ারের পোশাকে ছিলেন বলেও দাবি আনিসের পরিবারের। তাঁদের অভিযোগ,  আনিসের বাবাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রেখে, ছেলেকে তিন তলায় নিয়ে যাওয়া হয়। এর পর, বাড়ির নিচ থেকে আনিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।


সেই মামলার তদন্তে নেমে সোমবার সিট যে চার্জশিট দিয়েছে, তাতে গাফিলতির জেরে মৃত্যুর ধারা দেওয়া হয়েছে। তাতেই প্রশ্ন উঠছে, ওই দিন তিনতলা থেকে কী ভাবে পড়ে গেছিলেন আনিস খান? গভীর রাতে তাঁর খোঁজে বাড়িতে পুলিশই বা গিয়েছিল কেন? পুলিশি অভিযানের আগে জেনারেল ডায়েরি এন্ট্রি  কেন হয়নি? রাজ্য পুলিশের তৈরি সিটের চার্জশিটে, খুনের অভিযোগ খারিজ করে দেওয়া হলেও, এই প্রশ্নগুলির উত্তর মেলেনি, যার ফলে তরুণ ছাত্রনেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। 


আরও পড়ুন: Anis Khan Death : ‘খুন হননি আনিস খান’ চার্জশিটে দাবি SIT এর


আনিসের দাদা সাবির খানের বক্তব্য, "প্ল্যান করে মার্ডার করতে এসেছে। যদি প্ল্যান মার্ডার না হয়, আশপাশে ফোর্স থাকবে, ফোর্স ছিল কেন? আমার বাবাকে বন্দুক বুকে ধরে একজন দাঁড়িয়ে থাকবে কেন?  বাঁকড়ের রাস্তা দিয়ে আসবে কেন, মেন রাস্তা দিয়ে আসবে।" 


আনিসের বাবার দাবি, ওই রাতে পুলিশ এবং সিভিক ভলান্টিয়াররা সটান উপরে উঠে যান।  তার কিছু ক্ষণ পরই, তিনতলা থেকে আছড়ে পড়েন আনিস। এর আগে, ১৮ এপ্রিল আনিসকাণ্ডে হাইকোর্টে, ৮২ পাতার রিপোর্ট জমা দেয় সিট। তাতে পুলিশের সিঁড়ি দিয়ে ওঠার বিষয়টির উল্লেখ নেই কেন, প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নিজেই। আনিস যদি পালাতে গিয়ে পড়ে যান, তাহলে গাফিলতির ধারা কেন থাকবে, আনিস পালাতে গিয়ে পড়ে গিয়ে থাকলে পুলিশ কেন দায়ী হবে, তাও জানতে চান বিচারপতি। কোনও অভিযোগ থাকলে সেই মর্মে আনিসকে নোটিস পাঠানো হয়েছিল কিনা, তাও জানতে চান।


পুলিশের ভূমিকায় প্রশ্ন থেকেই যাচ্ছে


তবে সোমবার সিটের চার্জশিটেও গাফিলতির জেরে মৃত্যুর ধারাই দেওয়া হয়েছে। সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর কথায়, "হঠাৎ আনিস খান পুলিশ দেখে লাফিয়ে পড়বে কেন? আচ্ছা লাফিয়ে পড়ার পর পুলিশ পালিয়ে গেল কেন? কেন এই ঘটনার পর পুলিশ তার বাবাকে ডেকে কেন বললেন না আনিস পড়ে গেছে? হসপিটালে চলুন। সিটের এই রিপোর্ট থেকে স্পষ্ট, নিরপেক্ষ তদন্ত হলো না।" আনিস মামলায় এখনও বহু প্রশ্নের উত্তর অধরা বলে মনে করছেন আনিসের পরিবারও।