আবীর দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ( ALIAH UNIVERSITY ) পড়ুয়ারা।  মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর।  

সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা। তবে মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে আবার, ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadavpur University  ) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই।  দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের। 

আরও পড়ুন :


' এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে লাশ চুরি যায়' আনিশ-মৃত্যুতে সিটগঠন নিয়ে দিলীপের কটাক্ষ


এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বড়জোড়ায় বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করেন এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। মিনিট ২০ অবরোধ করা হয়। শিক্ষাবিদ মীরাতুন নাহার প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও আনিস নিরাপত্তা পেল না কেন? এর জবাব দেওয়ার দায় তাঁর। না হলে চাকরি দেওয়ার লোভ দেখানো বা গদিতে থাকা তাঁর জন্য অশোভন বলে গণ্য হওয়া উচিত।  


আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে মঙ্গলবার আমতা থানার ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। আজ সকালে রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হল।   এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে ভবানীভবনে তলব করেছেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।