প্রকাশ সিন্হা, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পরিবারের আরও একটি লটারি পুরস্কারের (Lottery Scam) হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal) আরও একটি লটারি প্রাপ্তির হদিশ মিলল। সুকন্যা  ৫০ লক্ষ টাকার ওই লটারি পুরস্কার জেতেন ২০২০ সালের জানুয়ারিতে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই এই তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এই নিয়ে অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ পেয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই।

  


অনুব্রত মণ্ডল এবং তাঁর পরিবারের পাঁচটি লটারি জেতার হদিশ


এর আগেই, সিবিআই জানায়, শুধুমাত্র ১ কোটি টাকা নয়। আরও একাধিক লটারির সন্ধান মিলেছে অনুব্রত এবং তাঁর পরিবারের নামে। এ বার বিস্ফোরক তথ্য জানা যাচ্ছে সিবিআই সূত্রে। বলা হয়েছে, সুকন্যার নামে ২০২০-র জানুয়ারির মাসে ৫০ লক্ষ টাকার একটি লটারি বেরিয়েছিল। তিনি ক্লেম করে সেই টাকাও তোলেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে লটারিবাবদ ওই ৫০ লক্ষ টাকা জমা পড়ার প্রমাণ মিলেছে। ,


অর্থাৎ এই নিয়ে অনুব্রতর পরিবারের পঞ্চম লটারি প্রাপ্তির হদিশ মিলল। এর আগে, হদিশ মিলেছিল আরও চারটি লটারি জেতার। এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন, অনুব্রত এবং তাঁর মেয়ের নামেই বার বার লটারি বেরোয় কী করে? গোয়েন্দাদের ধারণা, লটারিকে সামনে রেখে কালো টাকা সাদা করা হয়েছে। কোথা থেকে ওই টিকিট কেনেন সুকন্যা, কার কাছ থেকে পান, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


আরও পড়ুন: Suvendu Adhikari: চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়া পুলিশকর্মী তাঁর নবান্ন অভিযানেও ছিলেন, দাবি শুভেন্দুর


গরুপাচার মামলায় এর আগে অনুব্রত মণ্ডলের এক কোটি টাকার লটারি জেতার রহস্যভেদ করতে গিয়ে সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। সিবিআই সূত্রে জানা যায়, আরও তিনটি লটারির টাকার হদিশ মিলেছে। অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু’-দু’বার লটারির টাকা ঢুকেছে বলেও জানা যাচ্ছে,  যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা। 


এ ছাড়াও, ২০১৯ সালে অনুব্রতর একটি অ্যাকাউন্ট লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছে বলে সিবিআই সূত্রে দাবি। বারবার একই পরিবার লটারি পাচ্ছে, তাহলে কী এভাবেই গরুপাচারের কালো টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়েছে? আরও কোনও লটারি অনুব্রতর আত্মীয় বা ঘনিষ্ঠদের নামে কেনা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই। 


সম্প্রতি বোলপুরে লটারির দোকানে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা


সম্প্রতি বোলপুরে লটারির দোকানে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে বার একাধিক লটারির টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও করা হয়। তাতে অনুব্রতকে টিকিট বিক্রি করেননি বলেও দাবি করেন এক লটারির টিকিট বিক্রেতা। যদিও অনুব্রত ১ কোটি টাকার লটারি জেতেন বলে সর্বজনবিদিত। গরুপাচারের তদন্ত নেমে সেই লটারি জেতা নিয়েও তদন্ত শুরু হয়।