সুকান্ত মজুমদার, কলকাতা : ‘অসুস্থতার জন্য যেতে পারছি না, হাঁটাচলা করতে পারছি না।আমার স্লিপ অ্যাপনিয়া আছে, আর্টারিতে ২টো ব্লকেজও।
এসএসকেএমের চিকিত্‍সকরা ৪ সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন’ আইনজীবীর মাধ্যমে সিবিআই-কে ই-মেল অনুব্রত মণ্ডলের। গরুপাচার মামলায় শনিবার সিবিআই দফতরে তলবে গড়হাজির থাকা নিয়ে ই-মেল মারফত জানালেন অনুব্রত মণ্ডল। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল সিবিআই। গরুপাচার মামলায় হাজিরার নির্ধারিত সময় শেষের ৪ মিনিট আগে মেডিক্যাল রিপোর্ট অ্যাটাচ করে সিবিআই-কে ই-মেল করেন অনুব্রত। এনিয়ে ৬ বার সিবিআই অফিসে হাজির হলেন না অনুব্রত মণ্ডল। অনুব্রতকে সপ্তমবার নোটিস দেওয়া হবে কি না, ভাবছে সিবিআই, খবর সূত্রের। যদিও ই-মেলে অনুব্রত মণ্ডল উল্লেখ করেছেন, ‘বৃহত্তর স্বার্থে বাড়িতে এসে কিছু জানতে চাইলে সহযোগিতা করব’।


সিবিআইকে-মেল অনুব্রত-র


এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল সিবিআই। এদিন দুপুর দেড়টা নাগাদ তলব করে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজির হতে বলা হয়। গরুপাচার মামলায় হাজিরার ৪ মিনিট আগে সিবিআই-কে ই-মেল পাঠানো হয় অনুব্রত মণ্ডলের তরফে। পাঠানো হয় তাঁর শারীরিক অবস্থার বিভিন্ন রিপোর্ট। জানা গিয়েছে, সেই সমস্ত মেডিক্যাল তথ্য খতিয়ে দেখছেন সিবিআইয়ের আধিকারিকরা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে সপ্তম নোটিস পাঠানো হয় নাকি তাঁর জানানো চার সপ্তাহ সময়সীমা অপেক্ষা করা হয় সিবিআইয়ের তরফে, সেটাই দেখার। আপাতত অনুব্রতর আইনজীবীর পাঠানো ই-মেল দিল্লিতে ফরওয়ার্ড সিবিআইয়ের।


অনুব্রতকে সিবিআইয়ের জোড়া নোটিস


শনিবার দুপুর দেড়টা নাগাদ অনুব্রত মণ্ডলকে গরুপাচারকাণ্ডে হাজির হতে নোটিস পাঠানো হয়েছিল। এদিনই বিকেল সাড়ে পাঁচটার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে বলে ষষ্টবার নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রত মণ্ডলের আইনজীবী যখন তাঁর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরোন সেই সময়ই সেখানে হাজির হন সিবিআইয়ের দুই আধিকারিক। সূত্রের খবর, দিয়ে আসা হয় ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় হাজিরার নোটিস।


এসএসকেএমে অনুব্রত


প্রসঙ্গত, গত ৬ এপ্রিল এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তার আগের দিন বোলপুর থেকে কলকাতায় চিনার পার্কের ফ্ল্যাটে আসেন অনুব্রত। গরু পাচারকাণ্ডে ৬ এপ্রিল তাঁর সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সেদিন সকালে অসুস্থ বোধ করায় অবশ্য নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার বদলে সোজা এসএসকেএমে পৌঁছন তিনি। ১৭ দিন পর গতকাল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান।


আরও পড়ুন- জোড়া চাপে অনুব্রত মণ্ডল, গরুপাচারকাণ্ডের পর ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তলব সিবিআইয়ের