Anubrata Mondal News Live : দেহরক্ষী সায়গল এবং ঘনিষ্ঠতের সঙ্গে কী কথোপকথন, কল ডিটেলস নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ
Anubrata Mondal Arrested Live Updates : তৃণমূল কংগ্রেসে বিভাজনের চেষ্টা অধীরের, আক্রমণ তাপসের। সব ফাঁস হবে, কটাক্ষ সুজনের।
সিবিআই সূত্রে দাবি, দেহরক্ষী সায়গল হোসেন ছাড়াও ঘনিষ্ঠদের সঙ্গে অনুব্রতর একাধিক কথোপকথনের কল ডিটেলস সামনে রেখেও অনুব্রতর কাছে জানতে চাওয়া হয়
CBI’এর নজরে অনুব্রত মণ্ডলের সম্পত্তি! এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এল? অনুব্রত মণ্ডলের আয়ের বিষয়টিই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, গোয়েন্দাদের নজরে রয়েছে। CBI সূত্রে দাবি, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল।কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।
ইডি-র দাবি, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত, BSF কমান্ডান্ট সতীশ কুমার মুর্শিদাবাদে পোস্টিং থাকাকালীন, বীরভূম হয়ে প্রায় ২০ হাজার গরু পাচার হয়েছেগরু পিছু টাকা নেওয়া হত। ইলামবাজারের পশু হাট থেকে গরু পাচার হত বাংলাদেশে।সেফ প্যাসেজ দেওয়ার জন্য টাকা নেওয়া হতসেই টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। সূত্রের খবর, এ’দিন এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়।
অনুব্রত মণ্ডলকে দফায় দফায় জেরা করছেন CBI’এর অফিসাররা। তাঁর সম্পত্তির উৎস কী, এখন এটাই খতিয়ে দেখছেন তাঁরা। যদিও, CBI সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। কোনও উত্তর দিচ্ছেন না। চুপ করে থাকছেন।
আগেও ভুল করেছিলেন, এখনও ভুল করছেন। হুঙ্কার নিয়ে অসিত মজুমদারকে পাল্টা সৌগত রায়।
তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদদের হুমকি-হুঙ্কার। সংযমের বার্তা ফিরহাদ হাকিমের। বললেন, ‘আইন আইনের পথে চলবে, বিরোধী বন্ধুরা অসভ্যতা করছে। অনেকের ধৈর্যের বাঁধ ভাঙছে, এসব করবেন না।’
গরুপাচারকাণ্ডে দফায় দফায় ৬ ঘণ্টা জেরার মুখেও চুপ অনুব্রত। গরুপাচারকাণ্ডে কীভাবে লেনদেন? এত সম্পত্তির উৎস কী?সিবিআইয়ের ম্যারাথন প্রশ্নের সামনে মুখে কুলুপ অনুব্রতর।কাদের কাছে যেত গরুপাচারের টাকা, অনুব্রতকে প্রশ্ন সিবিআইয়ের।
গরু কত করে নেওয়া হয় আপনারাও জানেন, কীভাবে গরু স্মুথলি চলে যায়। কোন গরুর উপরে কী ছাপ আছে? কোন ব্যবসায়ীর গরু, জানা আছে।
পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই হুঙ্কার চুঁচুড়ার তৃণমূল বিধায়কের। কেউ চোর বললে, পাল্টা হবে, হুঙ্কার অসিত মজুমদারের।
পার্থ-অনুব্রতর গ্রেফতারির মধ্যেই ফের তৃণমূল নেতাদের হুঙ্কার। বিরোধীদের উদ্দেশে হুঙ্কার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ‘মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি, বদল নয়, বদলা চাই, চুঁচুড়ায় হুঙ্কার কল্যাণের।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর ইডি-সিবিআইয়ের পক্ষপাতিত্বের অভিযোগে সিউড়িতে মিছিল করল তৃণমূল কংগ্রেস। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। সিউড়ি শহর পরিক্রমা করে মসজিদ মোড়ে পথসভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
অনুব্রত মণ্ডলের আয়ের উৎস নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলাম। নোটবন্দির সময় বীরভূমে থাকাকালীন জানতে পেরেছিলাম, গাড়িতে করে টাকা পাচার হয়েছে, মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
এলাকায় লাখো লাখো অনুব্রত তৈরি রয়েছে। কেষ্টর গ্রেফতারি নিয়ে টানাপোড়েনের মধ্যেই হুমকি আউশগ্রামের তৃণমূল নেতার। তাঁর বক্তব্য, ‘যাঁরা বোম ফাটিয়ে উল্লাস করছেন, আমাদের ছেলেদের বলে দিলে খুঁজে পাওয়া যাবে না।’’
অনুব্রত মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই-এর। তৃতীয় দফায় নতুন প্রশ্নমালা। মেয়ে কী করেন, সংসারের আয়ের উৎস কী, জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।
তৃতীয় দফায় অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ শুরু করতে চলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তৈরি করা হয়েছে বিশেষ প্রশ্নমালা। দুপুরে অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ তাঁর আইনজীবীর।
রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে সিবিআই-ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে। তা নিয়ে দিনভর বিক্ষোভ কর্মসূবচি তৃণমূলের। মদন মিত্রের নেতৃত্বে ডানলপে বিক্ষোভ। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি দফতরের বাইরেও বিক্ষোভ। বিক্ষোভ হাওড়াতেও, বর্ধমান, মেদিনীপুরেও।
পুলিশ সুপারই হোন বা হাসপাতালের সুপার, তাঁদের উপর সুপার-ডুপার হয়ে বসে রয়েছে রাজ্য সরকার। বাংলার কোনও দফতরের আধিকারিকদের স্বাধীন মত প্রকাশের অনুমতি আর নেই।
সিবিআই সূত্রে দাবি, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জমি-বাড়ি মিলিয়ে বিপুল সম্পত্তি কিনেছিলেন অনুব্রত। কোনওটা নিজের নামে কিনেছিলেন, কোনওটা স্ত্রী এবং কোনওটা মেয়ের নামে। এমনকি এক এক মাসে ১০-১৫ দিন অন্তর তাঁর জমি কেনার প্রমাণ মিলেছে বলে দাবি সিবিআই-এর।
বিএসএফ কমাডান্ট সতীশ কুমারের আমলে প্রায় ২০ হাজার গরু পাচার। গরু প্রতি ২ হাজার টাকা নিত বিএসএফ। হাতে হাতে টাকা পৌঁছত প্রভাবশালীদের কাছে। দাবি সিবিআই সূত্রের।
উপর থেকে নির্দেশ ছিল সুপারের উপর, তোপ শমীকের। স্বাস্থ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা? প্রশ্ন সুজনের। অনুব্রতর চিকিৎসা নিয়ে রাজনীতি করা হচ্ছে, পাল্টা শান্তনু।
কাদের কাছে পৌঁছত টাকা, অনুব্রতকে প্রশ্ন সিবিআইয়ের । ‘২০১৪ থেকে ২০১৭-র মধ্যে বিপুল সম্পত্তি অনুব্রতর। স্ত্রী ও মেয়ের নামে চালকল, জমি সহ একাধিক সম্পত্তি। কীসের ব্যবসা রয়েছে অনুব্রতর? ‘তাঁর নামে কী কী কোম্পানি আছে? ‘অনুব্রতর আয়ের উৎস কী?’ তৃণমূলের জেলা সভাপতির কাছে জানতে চাইছে সিবিআই: সূত্র
ইডি-সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতার দাবিতে পুরুলিয়ার আদ্রা শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। শহর পরিক্রমা করে কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থান করেন তৃণমূল ও যুব তৃণমূল কর্মীরা।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বামনপুকুরে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কর্মীরা। আধঘণ্টা ধরে চলে বিক্ষোভ।
রামপুরহাট, ইলামবাজারের পর এবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমে ফের হুমকি তৃণমূল নেতার। আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অরূপ মিদ্যা বিজেপি কর্মীদের কার্যত হুমকি দিয়ে বলেন, ' যারা বোম ফাটিয়ে বিজয় উল্লাস করছে, আমাদের ছেলেদের বলে দিলে তাদের খুঁজে পাওয়া যাবে না। '
সিবিআই সূত্রে দাবি, গরুপ্রতি ২ হাজার টাকা পেত বিএসএফ। এছাড়া, গরুপাচারের টাকা হাতে হাতে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। কাদের কাছে টাকা পৌঁছেছিল, সেই সম্পর্কে জানতে চাওয়া হয় অনুব্রতর কাছে। খবর সূত্রের।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জেরা শুরু সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, বিএসএফ কমাডান্ট সতীশ কুমারের আমলে মুর্শিদাবাদ ও বীরভূম সীমান্ত দিয়ে প্রায় ২০ হাজার গরু পাচার করা হয়েছিল। এই তথ্য চার্জশিটেও উল্লেখ করা হয়।
সুপার মুখ খুলতেই ফের বিস্ফোরক অনুব্রতর বাড়িতে যাওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী । অনুব্রত-চিকিত্সা বিতর্কে ফের সুপারকেই কাঠগড়ায় তুললেন চন্দ্রনাথ । ‘সুপারের নির্দেশে অনুব্রতর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল’ সেই বোর্ডের সদস্য ছিলেন বলে দাবি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর ।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরেই ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের প্রতিবাদ কর্মসূচি। গতকালের পর আজও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ। ইডি-সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগ তুলে এদিন পশ্চিম বর্ধমানের আসানসোলের হটন মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র সদস্যরা। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জিটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে।
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দুর্নীতি ইস্যুতে কলকাতায় বিক্ষোভ দেখাল কংগ্রেস ও বামেরা। বিধান ভবনের সামনে থেকে গরু নিয়ে মিছিল করে কংগ্রেস। বিলি করা হল গুড়-বাতাসা-নকুলদানা। অন্যদিকে কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন।
ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূলের দাবি, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। তৃণমূলের ওপর থেকে নিচ, সকলেই চোর, পাল্টা আক্রমণ ওন্দার বিধায়কের।
দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের টুঁটি চেপে টাকা আদায়ের পরামর্শ বিজেপি বিধায়কের। গতকাল বাঁকুড়ার ওন্দার জামজুড়ি গ্রামে কর্মিসভায় বিতর্কিত মন্তব্য করেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
যাঁরা হুঙ্কার দিচ্ছেন তাঁরাও চুরির ভাগ পেতেন, কটাক্ষ দিলীপের। অনুব্রতর সাম্রাজ্য দখলের প্রতিযোগিতা, খোঁচা সুজনের। মানুষ রুখবে, মন্তব্য অধীরের।
মেয়ের নামে সম্পত্তির উৎস কী? কীসের ব্যবসা? কোনও কোম্পানির মালিক অনুব্রত? লাগাতার জেরা সিবিআইয়ের। মুখে কুলুপ বীরভূম তৃণমূলের সভাপতির।
এবার সিবিআইয়ের নজরে বোলপুর হাসপাতালের সুপার। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে কি বাধ্য করেছিলেন অনুব্রতর বাড়ি যেতে? দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
নির্দেশ নয়, জানানো হয়েছিল, সুপারের দাবি নস্যাৎ করে পাল্টা দাবি জেলা পরিষদের সভাধিপতির। উপর থেকে নির্দেশ, তোপ শমীকের। স্বাস্থ্যমন্ত্রীকে খুশি করার চেষ্টা? খোঁচা সুজনের।
অনুব্রত মণ্ডলের চিকিত্সা-বিতর্কে এবার নাম জড়াল বীরভূম জেলা পরিষদ সভাধিপতির। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর বিস্ফোরক দাবি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিত্সককে পাঠান। যেহেতু মৌখিক নির্দেশে বাড়িতে গিয়ে চিকিত্সা, তাই হাসপাতালের সিল বা প্রেসক্রিপশন ব্যবহার করতে দিইনি
এবার সিবিআইয়ের নজরে বোলপুর হাসপাতালের সুপার। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে কি বাধ্য করেছিলেন অনুব্রতর বাড়ি যেতে? দ্রুত জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
একসময়ে প্রকাশ্য সভায় তাঁকে অপমান করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনার প্রায় ৩ বছর পর, মুখ খুললেন কৃষ্ণনগরের তৃণমূল নেতা ও প্রাক্তন ব্লক সভাপতি। বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন জেলায় সিপিএমের একমাত্র নির্বাচিত পুর প্রতিনিধিও।
মেয়ের নামে সম্পত্তির উৎস কী? কীসের ব্যবসা? কোনও কোম্পানির মালিক অনুব্রত? লাগাতার জেরা সিবিআইয়ের। মুখে কুলুপ বীরভূম তৃণমূলের সভাপতির।
মেয়ের নামে সম্পত্তির উৎস কী? কীসের ব্যবসা? কোনও কোম্পানির মালিক অনুব্রত? লাগাতার জেরা সিবিআইয়ের। মুখে কুলুপ বীরভূম তৃণমূলের সভাপতির।
মেয়ের নামে সম্পত্তির উৎস কী? কীসের ব্যবসা? কোনও কোম্পানির মালিক অনুব্রত? লাগাতার জেরা সিবিআইয়ের। মুখে কুলুপ বীরভূম তৃণমূলের সভাপতির।
কী জানেন গরু পাচার সম্পর্কে? দেহরক্ষী সায়গলের ফোনে কথা হত এনামুল বা লতিফের সঙ্গে? অনুব্রতকে দফায় দফায় জেরা সিবিআইয়ের। লেনদেন নিয়েও প্রশ্ন।
প্রেক্ষাপট
কলকাতা : দুপুরে আলিপুরের কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর থেকেই অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) জেরা শুরু করে CBI। নিজাম প্যালেসের ( Nizam Palace ) ১৪ তলায় তলায় দফায় দফায় চলে জেরা । CBI সূত্রে খবর, অনুব্রত মণ্ডলকে জেরার জন্য একটি প্রশ্নের তালিকা তৈরি করা হয়। সেই অনুযায়ীই জিজ্ঞাসাবাদ চলে।
সূত্রের দাবি, অনুব্রত মণ্ডলের ( Anubrata Mondal ) দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে নিয়মিত কথা হত এনামুল হকের। বীরভূমের ( Birbhum ) ইলামবাজারের গরুর হাটের ফোড়ে শেখ আব্দুল লতিফের সঙ্গেও কথা হত সায়গলের। CBI আধিকারিকরা জানতে চান, অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে তৃণমূলের বীরভূম জেলার সভাপতি কী জানেন? বীরভূমের ইলামবাজারের গরু হাটে ভুয়ো নথি তৈরি করে গরু পাচার করা হত। সেই বিষয়ে তিনি কী কিছু জানতেন?
তাঁর মেয়ের নামে যে সম্পত্তি রয়েছে তার উৎস কী? আপনি কি কোনও কোম্পানির মালিক বা কোনও ব্যবসা করেন? তবে সূত্রের দাবি, জেরায় কোনও প্রশ্নেরই উত্তর দিচ্ছেন অনুব্রত মণ্ডল। কার্যত মুখে কুলুপ এঁটেছেন তিনি। সূত্রের খবর, মা তারার আশীর্বাদী ফুল সঙ্গে করে এনেছেন অনুব্রত মণ্ডল। জেরার মাঝে পাঞ্জাবির পকেট থেকে তা বের করে তা মাথায় ঠেকাচ্ছেন।,
এদিন সিবিআই (CBI ) হেফাজতে থাকাকালীন এদিন মোবাইল ফোনে দু’বার মেয়ের সঙ্গে কথা বলেন অনুব্রত মণ্ডল। ২ বার নেবুলাইজার দেওয়া হয় তাঁকে। MLA-হস্টেল থেকে অনুব্রত মণ্ডলের জন্য খাবার আনা হচ্ছে। অনুব্রত মণ্ডলের চিনারপার্কের ফ্ল্যাটের দুই কর্মী নিজাম প্যালেসে রয়েছেন। সূত্রের খবর, নেবুলাইজার দেওয়ার সময় তাঁদের একজনের কাছে অনুব্রত মণ্ডল জানতে চান তাঁর গ্রেফতার হওয়ার পর, বাইরে কী প্রতিক্রিয়া?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -