Anubrata Mondal Arrested Live : স্বাস্থ্য পরীক্ষা শেষ, অনুব্রতকে ফেরত আনা হল নিজাম প্যালেসে
Cattle Smuggling Case : গরুপাচারকাণ্ডে গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত।
গ্রেফতার অনুব্রত, মিছিল করে গুড়-বাতাসা বিলি বিরোধীদের। এই নিয়ে হুমকি ইলামবাজারের তৃণমূল নেতার। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পরবে’, ভাইরাল তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকি।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারি ঘিরে আজও সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে, দলীয় নির্দেশ মেনে রাস্তায় নামল তৃণমূলের ছাত্র সংগঠন। শুভেন্দু অধিকারীর নাম টেনে ইডি-সিবিআই-এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল টিএমসিপি। পাল্টা দুর্নীতির মূলচক্রীকে ধরার দাবিতে পথে নেমে সুর চড়াল বিরোধীরা।
গ্রেফতার অনুব্রত, মিছিল করে গুড়-বাতাসা বিলি বিরোধীদের। গুড়-বাতাসা বিলি বিরোধীদের, হুমকি ইলামবাজারের তৃণমূল নেতার। ‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পরবে। ভাইরাল তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকি
গ্রেফতারির পর দলের মনোভাব কী? এমন সব বিষয়ে চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চেয়েছেন অনুব্রত। সিজিও কমপ্লেক্সের ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী।
গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডল। দুর্নীতির প্রতিবাদে গুড়-বাতাসা নিয়ে মৌলালি থেকে কংগ্রেসের মিছিল।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের বিলি করা হয় বাতাসা।
নিজাম প্যালেসে গরু পাচার মামলায় সিবিআইয়ের জেরার মুখোমুখি অনুব্রত মণ্ডল। অনুব্রত গরু পাচারের কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন? সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি না। কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল? তা জানতে চাইবে সিবিআই।
‘গ্রেফতারির পর দলের মনোভাব কী? গ্রেফতারির পর বাইরে প্রতিক্রিয়া কী?' চিনার পার্কের বাড়ির কর্মচারীর কাছে জানতে চাইলেন অনুব্রত। সিজিও কমপ্লেক্সের ভিজিটার্স রুমে থাকছেন অনুব্রতর চিনার পার্কের বাড়ির কর্মচারী। ‘মেয়ের সঙ্গে কথা বলতে চাই’, সিবিআইয়ের কাছে আবেদন অনুব্রতর। তারপরেই মেয়ের সঙ্গে অনুব্রতের কথা বলিয়ে দেন সিবিআই আধিকারিকেরা। মোবাইল ফোনের স্পিকার অন করে কথা।
দুর্নীতির প্রতিবাদে কালীঘাটে মিছিল ডিওয়াইএফআইয়ের। গড়িয়াহাট মোড় অবরোধ ডিওয়াইএফআই-এর।
গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে নিয়ে ফের কবিতা লিখলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।
৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক বিজেপির। দুর্নীতির প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযানের ডাক। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপির রাজ্য সভাপতির।
সূত্রের খবর, কমান্ড হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন এখনই অনুব্রতর যা স্বাস্থ্যের অবস্থা তাতে তাঁকে আপাতত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। ফলে মেডিক্যাল টেস্টের শেষে ফের নিজাম প্যালেসে নিয়ে আসা হয়েছে অনুব্রতকে।
কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ। অনুব্রত মন্ডলকে নিয়ে আসা হল নিজাম প্যালেসে।
অনুব্রত মণ্ডল গ্রেফতারের পরেই আজ দুবরাজপুরে সিপিআইএমের বিক্ষোভ মিছিল। অনুব্রত মন্ডল থেকে পার্থ চট্টোপাধ্যায়- দুজনের নামেই স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল সিপিএমের।
কমান্ড হাসপাতালে চলছে অনুব্রত মন্ডলের স্বাস্থ্য পরীক্ষা। জেরার আগে স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে পথে তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই পুরনো ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে অনুব্রত মণ্ডলকে খোঁচা নদিয়ার এক তৃণমূল নেতার। ’১৮-র পঞ্চায়েত ভোটের ফল দেখে প্রকাশ্য সভায় কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তৎকালীন সভাপতি শৈলেন ঘোষকে অপমান করেছিলেন অনুব্রত মণ্ডল। সেদিনের সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে আজ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দলের নদিয়া জেলার প্রাক্তন পর্যবেক্ষক তথা তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে খোঁচা দিলেন তাঁরই দলের নেতা।
অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে না পারলেও সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামল তৃণমূল। কটাক্ষ অনুপম হাজরার। ফেসবুকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, আমরা সবাই কম বেশি চুরি করব, কিন্তু কাউকে ধরা যাবে না!!! টিএমসি হল ‘থিভস ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ অর্থাত্ চোর তৈরির কোম্পানি। কটাক্ষ অনুপম হাজরার।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ। আমহার্স্ট স্ট্রিটে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের।
'উইকেট আরও পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার মন্ত্রিসভার বৈঠক করতে হবে জেলে গিয়ে ', মন্তব্য দিলীপ ঘোষের।
গ্রেফতার অনুব্রত মণ্ডলকে আজই জেরা । নিজাম প্যালেসে জেরা করবে সিবিআই । নিজাম প্যালেসে অনুব্রতর আইনজীবী । মেডিক্যাল পরীক্ষার জন্য একটু পরেই আলিপুর কমান্ড হাসপাতালে ।
প্রতি বছরের মতো এ বছরও শ্রাবণ মাসে বাড়ির ছাদে যজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেইমতো ১৫ অগাস্ট, সোমবার,
যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এর জন্য কেনা হয়েছিল চাল, ডাল। বাড়ির ছাদে হয়ে গিয়েছিল প্যান্ডেল। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই বাতিল হয়েছে সেই অনুষ্ঠান। আজ সকাল থেকেই প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছে। দলের কোনও কর্মীকেও বাড়ির কাছে দেখা যায়নি।
দোর্দণ্ডপ্রতাপ নেতার গ্রেফতারির পর শুনশান বোলপুরের নীচুপটির বাড়ি। সোমবার বাড়ির ছাদে পুজোর আয়োজন বাতিল। খুলে ফেলা হচ্ছে মণ্ডপ।
সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড সিবিআইয়ের। কার নির্দেশে অনুব্রতর বাড়িতে? সাদা কাগজে কেন লেখেন বেড রেস্ট? জবাব দিয়েছি এমন প্রশ্নের জানিয়েছেন চিকিত্সক চন্দ্রনাথ।
অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে না পারলেও। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে মিছিল। পুরুলিয়া-বাঁকুড়ায় পথে বিজেপিও।
নাটকীয়ভাবে গ্রেফতার অনুব্রত। ঠাকুরঘরে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার খোঁজ। সময় চেয়ে নিয়ে পুজো সেরে গোয়েন্দাদের মুখোমুখি জেলা তৃণমূল সভাপতি।
গরু পাচারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন অনুব্রত? সায়গলের ফোনে এনামুল বা লতিফের কথা হয়েছিল কি? আর্থিক লেনদেনের বিষয়ে কতটা জানেন তিনি? তৈরি অনুব্রতর প্রশ্নমালা, খবর সূত্রের।
আজই অনুব্রতকে জেরা। আধঘণ্টা দেখা করতে দেওয়া হবে আইনজীবীকে। প্রয়োজন মনে করলে মেডিক্যাল পরীক্ষার জন্য বিকেলে নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে।
আজই অনুব্রতকে জেরা। আধঘণ্টা দেখা করতে দেওয়া হবে আইনজীবীকে। প্রয়োজন মনে করলে মেডিক্যাল পরীক্ষার জন্য বিকেলে নিয়ে যাওয়া হবে কমান্ড হাসপাতালে।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের বিলি করা হয় বাতাসা।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালিনাবাজারে আজ সকালে সিবিআই ও ইডির বিরুদ্ধে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, ইডি, সিবিআই-কে দিয়ে বাংলাকে ভয় দেখানো যায় না, যাবে না। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই গতকাল এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। আগামীকালও কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।
নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন অনুব্রত মণ্ডল। একই ফ্লোরে রয়েছেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। সিবিআই সূত্রে খবর, রাতে তাঁর জন্য ক্যাম্প খাটের ব্যবস্থা করা হয়। পাশে রাখা হয় অক্সিজেন সিলিন্ডার। ডায়াবেটিক ডায়েট মেনেই তাঁকে খাবার দেওয়া হয়। ভোররাতে সামান্য খাবার খেয়েছেন তিনি।
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি সিবিআই হেফাজতে। গভীর রাতে তাঁকে আনা হয়েছে নিজাম প্যালেসে। আর রাতে ৩টে নাগাদ অনুব্রত মণ্ডলের কয়েকজন অনুগামী পৌঁছে গেলেন নিজাম প্যালেসে। তৃণমূল জেলা সভাপতির জন্য জন্য তাঁরা সঙ্গে আনেন মুড়ি আর অক্সিজেন সিলিন্ডার।
ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে । ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত । একই ফ্লোরে রয়েছেন এসপি সিনহা, অশোক সাহা ।
নিজাম প্যালেসের ১৫ তলায় রাত কাটল অনুব্রতর । রাতে ক্যাম্প খাটে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে অনুব্রতর । পাশে রাখা আছে অক্সিজেন সিলিন্ডার । ডায়েট চার্ট মেনেই খাবার দেওয়া হয়েছে অনুব্রতকে । ভোররাতে খাবার খেয়েছেন অনুব্রত ।
নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।
অনুব্রত ইস্যুতে দিকে দিকে বিক্ষোভ। আসানসোল কোর্টে জুতো প্রদর্শন, কুলটিতে চোর স্লোগান। গুড়-বাতাসা-নকুলদানা বিলি বিজেপির। ঢ্যাঁড়া পেটাল সিপিএম।
অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও, সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামার ঘোষণা।
১০ দিনের হেফাজত পাওয়ার পর সিবিআই রাত পৌনে তিনটেয় অনুব্রতকে নিয়ে এল নিজাম প্যালেসে। আজ থেকেই শুরু হবে জেরা, খবর সূত্রের।
সাংবাদিকদের বারবার প্রশ্নেও মুখে কুলুপ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির। কথা বলেছেন একমাত্র পাশে বসা সিবিআই আধিকারিকের সঙ্গেই।
প্রেক্ষাপট
কলকাতা : হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) সিবিআই ( CBI ) নিয়ে এল কলকাতায় ( Kolkata ) । তৃণমূলের বীরভূম ( Birbhum ) জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে।
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা।
এক নজরে শিরোনাম
- গরুপাচারকাণ্ডে ( Cattle Smuggling Case ) গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত ( Anubrata Mondal )। জামিনের আর্জিই জানালেন না আইনজীবী।
- সকালে বোলপুরে ( Bolpur ) গ্রেফতার। বিকেলে আসানসোলে আদালতে পেশ। গভীররাতে অনুব্রতকে আনা হল কলকাতায়। রাখা হয়েছে
- লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত। সাতসকালে বাড়ি ঘিরে তুলে আনল সিবিআই। অ্যারেস্ট মেমোয় সই করলেন দেহরক্ষী।
- সিবিআইয়ের (CBI ) হাতে গ্রেফতার হতেই উধাও দাপট। দোর্দন্ডপ্রতাপ নেতার চোখে জল।
- বারবার ৯বার সমনে গরহাজির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত।
- অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে বিরোধীরা। আসানসোল কোর্টে আনতেই জুতো দেখিয়ে বিক্ষোভ।
- এসএসকেএমের পর কুলটিতে ইসিএলের গেস্ট হাউস। অনুব্রতকে নিয়ে ঢুকতেই চোর চোর স্লোগান।
- গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত। আসানসোল কোর্টের বাইরে বাম-বিজেপির একযোগে বিক্ষোভ।
- অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও, সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামার ঘোষণা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -