Anubrata Mondal House CBI Live: কলকাতায় নিয়ে আসার পথে অনুব্রতর চোখে জল!

Anubrata Mondal Live Update: বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের ১০-১২টি গাড়ির কনভ।

abp ananda Last Updated: 11 Aug 2022 11:34 PM

প্রেক্ষাপট

গরুপাচার (Cow Smuggling  মামলায় তত্পর সিবিআই (CBI)। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছে যান সিবিআই অফিসাররা।...More

 Anubrata Live Update: গ্রেফতার অনুব্রত মণ্ডল, সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি

গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তারপরই এ নিয়ে সোশাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে মিমের ছড়াছড়ি।