প্রকাশ সিনহা, আবীর দত্ত, সন্দীপ সরকার, কলকাতা :  সিবিআই বলুক, কিন্তু তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। তিনি সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল। এদিন নিজাম প্যালেস থেকে মেডিক্যাল টেস্টের জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই দাবি করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু সিবিআই স্ক্যানারে তাঁর ও সম্ভবত মণ্ডল পরিবারের নামে বিশাল সম্পত্তি। 


 CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব ?
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, উদ্ধার টাকার পাহাড়ের এই ছবি দেখে চোখ ধাঁধিয়ে গিয়েছিল বঙ্গবাসীর! এবার সামনে আসছে, গরুপাচার মামলায় CBI’র হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের সম্পত্তির হিসেব! সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত নামে-বেনামে অনুব্রত মণ্ডলের ৪৫টি সম্পত্তির হদিশ মিলেছে। 


 ৫০ বিঘার ফার্ম হাউস
স্থাবর ও অস্থাবর মিলিয়ে সেই বিপুল সম্পত্তি কোথায় কোথায় আছে, তা খুঁজে বের করতেই তত্‍পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বোলপুর শহর থেকে কিছুটা দূরে সিয়ানে ৫০ বিঘার ফার্ম হাউস ! যার এক্সক্লুসিভ ছবি এবিপি আনন্দে। স্থানীয়দের দাবি, এই বিশাল  ফার্ম হাউসের মালিক অনুব্রত মণ্ডল।  সিয়ানে অনুব্রত মণ্ডলের ৫০ বিঘার ফার্ম হাউস  । কেয়ারটেকারের দাবি, মাঝেমধ্যেই এখানে আসতেন অনুব্রত মণ্ডল। ফার্ম হাউসের মধ্যে থাকা শিবমন্দিরে প্রতিবছর শিবরাত্রির পুজো হয়।  সেখানে নিয়ম করে আসেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। এখানে যিনি কেয়ারটেকার রয়েছেন, তাঁর পরিবারের এক আত্মীয় আবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন।বিশাল এই ফার্ম হাউসে ধান ও সব্জি চাষ করা হয়।

একাধিক রাইস মিল
সিবিআইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের একাধিক রাইস মিলও রয়েছে। তার মধ্যে বোলপুরে তাঁর বাড়ির কাছেই, ভোলে ব্যোম রাইসমিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাইসমিলেরও মালিক অনুব্রত মণ্ডল। সূত্রের দাবি, বছর পাঁচেক আগেই এই রাইসমিলের মালিকানা মণ্ডল পরিবারের হাতে। যেখানে শুক্রবার সিবিআই হানা দেয়। 

মুদির দোকান, মাছের ব্যবসা, গ্রিলের কারখানা থেকে জেলা রাজনীতির সর্বময় নেতা হয়ে ওঠা অনুব্রত মণ্ডল কোনওদিন জনপ্রতিনিধিও হননি। কিন্তু তাঁর এই বিপুল সম্পত্তির উত্‍স কী?  প্রশ্ন উঠছে । (সিবিআই সূত্রে দাবি, সম্পত্তির আয়ের উত্‍স নিয়ে তাঁকে বারবার প্রশ্ন করা হলেও, বেশিরভাগ সময়ই তিনি চুপ থাকছেন। শনিবার তো সরাসরি বলেই দিলেন সর্বসমক্ষে তাঁর কোনও বেনামে সম্পত্তি নেই। 


 মেয়ের নামে ১০টি জমির হদিশ
সবমিলিয়ে অনুব্রত মণ্ডলকে এখন জেরা করে আরও তথ্যের খোঁজে সিবিআই।  CBI সূত্রে দাবি, বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে ১০টি জমির হদিশ মিলেছে। সূত্রের খবর, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর সুকন্যা মণ্ডল। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, ২০১১ সালের সেপ্টেম্বরে এই সংস্থাটি তৈরি হয়। সেই সময় সংস্থার শেয়ার ক্যাপিটাল ছিল ১ কোটি টাকা। সংস্থার দ্বিতীয় ডিরেক্টর বিদ্যুৎবরণ গায়েন।
বোলপুরের কালিকাপুরের হারাধন মণ্ডল রোডে যে ঠিকানায় এই কোম্পানির রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হল ভোলে বোম রাইস মিলের। CBI সূত্রে দাবি, এই রাইস মিলের মালিক মণ্ডল পরিবার। এটা ছাড়াও, সুকন্যার নামে আরও ১০টি জমির ডিড বা চুক্তিপত্র পাওয়া গেছে। এছাড়াও নাকি বহু বহু জমির মালিকও তিনি, যার খবর সিবিআই-এর কাছে আছে।  সব মিলিয়ে, এখন CBI’এর নজরে, অনুব্রত মণ্ডলের কন্যা ও অনুগামীর সম্পত্তি।